কোয়ালকম আনলো স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, প্রথম ব্যবহার করবে POCO

মিডিয়াটেক শক্তি বাড়াতেই একের পর এক নতুন প্রসেসর নিয়ে হাজির হচ্ছে Qualcomm। আজ কোম্পানিটি গেমারদের কথা মাথায় রেখে ৭০০ সিরিজের নতুন চিপসেট স্ন্যাপড্রাগন ৭৩২জি লঞ্চ করলো। নতুন এই চিপসেট অ্যাডভান্স AI অ্যালগরিদম, আপগ্রেড জিপিইউ ও সিপিইউ পারফরম্যান্সের সাথে এসেছে। তবে চমকের এখানেই শেষ নয়, POCO এর তরফে জানানো হয়েছে তারাই প্রথম এই প্রসেসরের সাথে স্মার্টফোন নিয়ে আসবে।

Qualcomm Snapdragon 732G প্রসেসরের বিশেষত্ব:

কোয়ালকমের নতুন এই প্রসেসরের, স্ন্যাপড্রাগন ৭৩০জি এর মত কোয়ালকম কইরো ৪৭০ সিপিইউ আছে। এর ক্লক স্পিড ২.৩ গিগাহার্টজ। যদিও ৭৩০জি প্রসেসরের ক্লক স্পিড ছিল ২.২ গিগাহার্টজ। আবার স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসরে এড্রেনো ৬১৮ জিপিইউ বর্তমান, যা উন্নত গ্রাফিক্স অফার করবে।

আগেই বলেছি এই প্রসেসর গেমারদের কথা ভেবে আনা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে এতে, স্ন্যাপড্রাগন এলিট গেমিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যা আরও ভালো গেমপ্লে ও রিয়ালিস্টিক কালার দেবে। এই প্রসেসরটি চতুর্থ জেনারেশন AI ইঞ্জিনের ওপর চলে। কোয়ালকম দাবি করেছে এই প্রসেসর আরও ভালো ব্যাটারি লাইফ অফার করবে। কানেক্টিভির জন্য এতে Snapdragon X15 LTE মডেম ব্যবহার করা হয়েছে।

Qualcomm Snapdragon 732G প্রসেসরের সাথে ফোন আনছে POCO:

পোকো গ্লোবালের প্রোডাক্ট হেড Sam Jiang জানিয়েছেন, ‘আমরা আসন্ন পোকো স্মার্টফোন এবং কোয়ালকম টেকনোলজির সাথে আমাদের কোলাবোরেশন সম্পর্কে অত্যন্ত উৎসাহিত, যা আমাদেরকে স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসরের সাথে প্রথম ফোন আনতে সাহায্য করছে’। যদিও স্যাম জিয়াং এই প্রসেসরের সাথে পোকো এর কোন ফোন আনা হবে তা জানান নি। তবে এই প্রসেসরের সাথে মিড রেঞ্জ স্মার্টফোনই লঞ্চ করা হবে।