Mahindra Thar এর থেকে 4 লাখ টাকা সস্তা Maruti Jimny! লঞ্চের আগে দাম ফাঁস হতেই হৈচে

ভারতে খানাখন্দে ভরা রাস্তায় চোষে বেড়ানোর জন্য বহুল জনপ্রিয় গাড়ি Mahindra Thar-এর প্রতিপত্তির সাথে মোকাবিলা করতে আগামী মাসেই লঞ্চ হতে চলেছে Maruti Suzuki Jimny। অফ-রোডিং মডেলপ্রেমীদের কাছে এটি একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা যায়। ইতিমধ্যেই অসংখ্য ক্রেতার থেকে বুকিং এর বরাত পেয়েছে মারুতি সুজুকির আসন্ন পাঁচ দরজা বিশিষ্ট গাড়িটি। এবারে অনলাইনে Maruti Jimny-র দাম ফাঁস হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, এটি মাহিন্দ্রা থারের চাইতে অনেকাংশেই সস্তা। এমনকি দুই গাড়ির টপ-এন্ড ভ্যারিয়েন্টের মধ্যে মূল্যের ফারাক প্রায় ৪ লক্ষ টাকা হতে পারে।

Mahindra Thar-এর চাইতে Maruti Suzuki Jimny হবে সস্তার

আসন্ন জিমনি-র বেস ভ্যারিয়েন্টটির দর ৯.৯৯ লাখ টাকা এবং টপ এন্ড মডেলটির মূল্য ১৩.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এদিকে Mahindra Thar 4×4 গাড়িটির প্রিমিয়াম মডেলের (MLD সমেত) বর্তমান বাজার মূল্য ১৬.৭৭ লাখ টাকা (এক্স-শোরুম)।

দিল্লিতে Mahindra Thar 4×4-এর LX ডিজেল অটোমেটিক মডেলটির নথিভুক্তকরণ, বীমা এবং পথকর ধরে দাম পড়ে ১৯.৬ লাখ টাকা। যেখানে Jimny গাড়িটি ১৫.৫ থেকে ১৬ লাখ টাকা অন-রোড দামে কেনা যাবে। অর্থাৎ উভয় গাড়ির টপ-এন্ড ভ্যারিয়েন্টের মধ্যে মূল্যের পার্থক্য প্রায় ৪ লাখ টাকা। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, Maruti Suzuki Jimny কেবলমাত্র পেট্রোল ইঞ্জিন সহ অফার করা হবে। যেখানে Thar পেট্রোলের পাশাপাশি ডিজেল ইঞ্জিনেও উপলব্ধ।

Thar-এর টপ-এন্ড ভ্যারিয়েন্টটি অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। যাতে ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে। যেখানে Jimny-তে ৪-স্পিড ইউনিট। উপরিউক্ত পরিবর্তনগুলি ছাড়াও জিমনি ও থারের মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন থারের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৭৫ মিমি ও ১৩৫ মিমি।

আবার থারের এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশি। বেস 4×4 মডেলটির দাম ১৩.৮৭ লক্ষ টাকা থেকে শুরু। যেখানে জিমনির বেস ভ্যারিয়েন্টের মূল্য ৯.৯৯ লক্ষ টাকা ধার্য করা হবে। এখানেও দামের পার্থক্য প্রায় ৪.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদিকে সম্প্রতি মাহিন্দ্রা তাদের থার গাড়িটির আরডব্লিউডি ভ্যারিয়েন্ট একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন সহ হাজির করেছে। যার দাম ১০.৫৪ লক্ষ টাকা।

2023 Maruti Jimny

ভারতে Maruti Suzuki Jimny-র ৫ দরজা বিশিষ্ট ভ্যারিয়েন্টটি অফার করা হবে। এর সমস্ত ভ্যারিয়েন্টের ফিচারের তালিকায় থাকছে ডুয়েল এয়ারব্যাগ। আশা করা হচ্ছে, এ বছর মে মাসে বাজারে লঞ্চ করা হবে এটি। মোট দুটি ভার্সনে আসতে চলেছে জিমনি – Zeta ও Alpha। উভয় মডেলে থাকবে সুজুকির অলগ্রিল ফোর-হুইল-ড্রাইভ সিস্টেম এবং একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, যা থেকে ১০৪ পিএস শক্তি উৎপাদিত হবে। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে।