বিক্রি বাড়াতে এ রাজ্যকে পাখির চোখ, পশ্চিমবঙ্গে দুই নতুন শোরুম খুলল Yamaha

এদেশের মোটরসাইকেলের বাজারের চালকের আসনে থাকার দৌড়ে এগিয়ে থাকতে বিভিন্ন বাইক নির্মাতা নানা ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। এর মধ্যে অন্যতম প্রয়োজনীয় অংশ হল আউটলেট সংখ্যার বৃদ্ধি ঘটানো। বিগত কয়েক বছর ধরেই সেই কাজে যথেষ্ট তৎপর জাপানের জনপ্রিয় বাইক নির্মাতা ইয়ামাহা (Yamaha)। সংস্থাটি তার গ্রাহকদের প্রিমিয়াম থিমের উপর নির্মিত ব্লু স্কোয়ার শোরুমগুলির মাধ্যমে এক আলাদা ধরনের গ্রাহক অভিজ্ঞতার পরিষেবা দিয়ে থাকে। বিক্রি বাড়াতে এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে রাজ্যে এমনই দুই নতুন শোরুম উদ্বোধন করল তারা।

মহীয়সী স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা কিংবা বর্ণপরিচয়ের লেখক তথা এদেশের নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি মেদিনীপুরেই শোরুম দুটি খুলেছে ইয়ামাহা। যার মধ্যে প্রথমটি হল তমলুকে অবস্থিত ১৬০০ বর্গফুট জমির উপর অবস্থিত তমলুক অটোমোবাইলস।

অন্যদিকে, দ্বিতীয় আউটলেটের নাম কৃষ্ণা অটোমোবাইলস। এটি মেদিনীপুর অঞ্চলে প্রায় ১৬৪০ বর্গফুট জমির উপর গড়ে উঠেছে। দুটি শোরুমেই ইয়ামাহার মোটরসাইকেলের বিক্রি, সার্ভিস এবং সংস্থার নিজস্ব যন্ত্রাংশ বিক্রির কাজ হবে।

Yamaha Blue Square শোরুম কেমন?

অনেকের মনেই প্রশ্ন জাগে ইয়ামাহার ব্লু স্কোয়ার শোরুম আদতে কী? এই সংস্থার রেসিং সেগমেন্টকে স্মরণ রেখেই তৈরি এই বিশেষ শোরুম গুলি। শোরুমের ভিতরের অংশে সর্বত্রই ইয়ামাহার সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন গৌরবান্বিত অধ্যায়ের সাক্ষী থাকবেন গ্রাহকরা। এক্ষেত্রে ব্লু অর্থাৎ নীল রং এই জাপানি সংস্থার মূল থিম রং। তাই এই জাতীয় শোরুমের সর্বত্রই নীল রঙের কাজ চোখে পড়বে। বলা ভালো সংস্থার প্রিমিয়াম স্টাইলের বিভিন্ন যন্ত্রাংশ এবং দামি মোটরসাইকেল গুলি সবকিছুই মেলে ব্লু স্কোয়ার শোরুম থেকে।

ভারতে Yamaha-র মডেল সংখ্যা

এদেশের মাটিতে যে কয়েকটি ম্যাক্সি স্টাইলের স্কুটার বিক্রি হয় তাদের মধ্যে Aerox 155 অন্যতম যা ইয়ামাহার পোর্টফোলিওতে থাকা একমাত্র ম্যাক্সি-স্কুটার। এটি কেবলমাত্র ব্লু স্কোয়ার শোরুম থেকেই কিনতে পারবেন আপনি। এছাড়াও এই ধরনের প্রিমিয়াম আউটলেটে YZF-R15 V4.0(১৫৫ সিসি), YZF-R15S V3 (১৫৫ সিসি), MT-15 V2 Deluxe (১৫৫ সিসি) বাইকগুলি দেখতে পাওয়া যায়।

এর পাশাপাশি ব্লু কোর প্রযুক্তির উপর তৈরি কিছু মডেল যেমন- FZ 25 (২৪৯ সিসি), FZS 25(২৪৯ সিসি), FZ-S Fi V4 Deluxe (১৪৯ সিসি), FZ-Fi(১৪৯ সিসি), FZ-X (১৪৯ সিসি) রয়েছে পোর্টফলিওতে। মোটরবাইক ছাড়াও Fascino 125 Fi Hybrid (১২৫ সিসি), RayZR 125 Fi Hybrid (১২৫ সিসি), Street Rally 125 Fi Hybrid (১২৫ সিসি) স্কুটারগুলি মেলে এখানে।

এদেশে Yamaha-র ডিলারশিপ নেটওয়ার্ক

নতুন ব্লু স্কোয়ার শোরুম দুটি উদ্বোধন করার মাধ্যমে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে ইয়ামাহার প্রিমিয়াম আউটলেটে সংখ্যা বেড়ে হলো ১৫। তবে সমগ্র দেশের নিরিখে তাদের এমন ১৬০টির বেশি ব্লু স্কোয়ার শোরুম ছড়িয়ে আছে সর্বত্র। তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ঝাড়খন্ড, ওড়িশা, আসাম, ছত্তিশগড়, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, জম্মু-কাশ্মীর, দিল্লি, রাজস্থান এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে রয়েছে ব্লু স্কোয়ার শোরুম।