IPL শুরু হচ্ছে, Vi গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করে লাইভ দেখুন Disney+ Hotstar থেকে

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL), যাকে কেন্দ্র করে প্রতি বছর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে টেলিভিশনের পাশাপাশি বহু মানুষ তাদের স্মার্টফোনে এই টুর্নামেন্ট দেখতে পছন্দ করেন। বর্তমানে স্মার্টফোনে IPL দেখার জন্য আগ্রহীদের Disney+ Hotstar ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে হবে, যার প্রাথমিক মূল্য ৪৯৯ টাকা। তবে ৪৯৯ টাকা খরচ করে একজন Disney+ Hotstar Mobile প্ল্যানের সাবস্ক্রিপশন কিনতে পারেন। যদিও এভাবে স্রেফ একটি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কেনা অনেকের কাছেই মহার্ঘ বলে মনে হতে পারে।

এমতাবস্থায় আজকের প্রতিবেদনে আমরা দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi -এর এমন কিছু প্রিপেইড প্ল্যানের কথা উল্লেখ করবো, যেগুলি গ্রাহকদের বিনামূল্যে Disney+ Hotstar সাবস্ক্রিপশন প্রদান করবে।

Vi -এর এই প্রিপেইড প্ল্যান Disney+ Hotstar সাবস্ক্রিপশন প্রদান করবে

অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে Vi গ্রাহকদের দুটি এমন প্রিপেইড প্ল্যান রিচার্জের সুযোগ দিয়ে থাকে যারা ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশনের সাথে উপলব্ধ। এদের মূল্য যথাক্রমে ৬০১ ও ৯০১ টাকা। দুটি প্ল্যান রিচার্জ করলেই দৈনিক ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড়পত্র মিলবে। সাথে থাকছে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। একইসাথে এই প্ল্যানদুটি সমস্ত Vi Hero Unlimited বেনিফিট সহ বিদ্যমান। অর্থাৎ এদের বেছে নিলে গ্রাহকেরা Weekend Data Rollover, Binge All Night এবং Data Delights প্রমুখ অফারের যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

উল্লেখ্য, কেবলমাত্র ভ্যালিডিটির প্রশ্নে উপরের প্ল্যান দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন ৬০১ টাকার Vi প্রিপেইড প্ল্যান ২৮ দিনের ভ্যালিডিটি সহ বিদ্যমান। অন্যদিকে ৯০১ টাকা রিচার্জ করলে Vi গ্রাহকেরা পুরো ৭০ দিনের বৈধতা পেয়ে যাবেন।

ওটিটি (OTT) ফায়দার কথা বলতে গেলে উপরের ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যানদ্বয় ডিজনি+ হটস্টার মোবাইল প্ল্যান ছাড়া Vi Movies & TV VIP সাবস্ক্রিপশন প্রদান করবে। অর্থাৎ প্রথমোক্ত সুবিধা অনুযায়ী গ্রাহকেরা তাদের স্মার্টফোনের মাধ্যমে ডিজনি+ হটস্টার থেকে কন্টেন্ট দেখার সুযোগ পাবেন। অবশ্য সেক্ষেত্রে সর্বাধিক 720p কোয়ালিটিতে কন্টেন্ট স্ট্রিম করা যাবে। তবে এজন্য তাদের আইপিএল উপভোগে কোনো বাধা তৈরী হবেনা।