NoiseFit Twist Pro: হাতে পড়লেই ‘প্রো’ মনে হবে, সস্তায় এল নয়েজের নতুন স্মার্টওয়াচ

ভারতীয় বাজারে NoiseFit Twist Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,১৯৯ টাকা।

Noise আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন স্মার্টওয়াচ, NoiseFit Twist Pro, যা গত মাসে লঞ্চ হওয়া NoiseFit Twist স্মার্টওয়াচের উত্তরসূরী হিসেবে এসেছে। ব্লুটুথ কলিং যুক্ত এই ঘড়িটিতে থাকছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। আবার একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন NoiseFit Twist Pro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

NoiseFit Twist Pro-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে NoiseFit Twist Pro স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,১৯৯ টাকা। এটি জেট ব্ল্যাক, সিলভার গ্রে, ভিন্টেজ ব্রাউন এবং কোবাল্ট ব্লু কালার অপশনে এসেছে। আগামীকাল অর্থাৎ ৮ জুলাই সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে ঘড়িটি।

NoiseFit Twist Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত NoiseFit Twist Pro স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ২৪০ x ২৪০ পিক্সেল এবং এই ডিসপ্লের ডান ধারে রয়েছে একটি রোটেটিং ক্রাউন এবং একটি বাটন।

অন্যদিকে, হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে ২৪/৭ হার্টরেট মনিটর, SpO2 সেন্সর, ফিমেল সাইকেল মনিটর উপলব্ধ। এছাড়া ঘড়িটি স্ট্রেস লেভেল পরিমাপ করার পাশাপাশি ব্রিদিং সেশন অফার করবে। শুধু তাই নয়, ঘড়িটি ১২০টি স্পোর্টস মোড সাপোর্ট সহ এসেছে।

আবার নয়া স্মার্টওয়াচে পাওয়া যাবে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। এখানে জানি রাখি, ঘড়িটিতে একটি সিঙ্গেল চিপ টেকনোলজি বর্তমান। তদুপরি ঘড়িটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল নোটিফিকেশন ডিসপ্লে, ওয়েদার আপডেট, স্টক আপডেট, ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, কুইক রিপ্লাই ক্যালকুলেটর ইত্যাদি।

এবার আলোচনা করা যাক NoiseFit Twist Pro ঘড়িটির ব্যাটারি নিয়ে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৭ দিন পর্যন্ত ঘড়িটিকে সক্রিয় রাখবে। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ওয়্যারেবলটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।