iPhone 13 সিরিজের সবচেয়ে দামী মডেল কবে হাতে পাবেন? তারিখ জানাল Apple

অপেক্ষা শেষে সদ্য প্রকাশ্যে এসেছে অ্যাপলের (Apple) নতুন iPhone 13 সিরিজ। ভারতে সংস্থাটি আজ থেকে এই সিরিজের ডিভাইস গুলির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে। অনলাইনে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি Amazon, Flipkart সহ বিভিন্ন অফলাইন স্টোর থেকে আগ্রহীরা Apple iPhone 13 অর্ডার করতে পারবেন। আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে অ্যাপল অগ্রিম অর্ডার প্রাপ্ত ডিভাইসগুলি ক্রেতার কাছে পৌঁছে দিতে শুরু করবে।

সুতরাং আর কিছুদিনের মধ্যেই যে প্রি-অর্ডার করা Apple iPhone 13 ডিভাইসগুলি ক্রেতাদের হাতে পৌঁছে যেতে চলেছে সেটা পরিষ্কার। তবে জানিয়ে রাখি, এই সিরিজের সবচেয়ে দামী ভ্যারিয়েন্ট হাতে পেতে চাইলে আপনাকে আরো অতিরিক্ত কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। Apple iPhone 13 Pro Max নামের সঙ্গে আগত আইফোন ১৩ লাইনআপের সবচেয়ে দামী এই ভ্যারিয়েন্টে রয়েছে ১ টেরাবাইট (TB) স্টোরেজ। অক্টোবরের ৯ তারিখ নাগাদ ডিভাইসটি অর্ডারদাতাদের কাছে পৌঁছে যেতে পারে।

অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে আগামী ৪ঠা অক্টোবর থেকে ৯ই অক্টোবরের মধ্যে iPhone 13 Pro Max (1 TB) সংস্করণ ডেলিভারির কথা বলা হয়েছে। iPhone 13 Pro -এর ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্যেও এই একই কথা প্রযোজ্য। উল্লেখ্য, ১ টেরাবাইট স্টোরেজের সাথে আগত Apple iPhone 13 Pro Max ডিভাইসের বাজারমূল্য ১,৭৯,৯০০ টাকা।

এবছর Apple, iPhone 13 Pro ও iPhone 13 Pro Max ডিভাইস দুটিকে ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি (TB) স্টোরেজের সাথে নিয়ে এসেছে। যেখানে সিরিজের অপেক্ষাকৃত সস্তা মডেল, iPhone 13 এবং iPhone 13 mini পাওয়া যাবে ১২৮, ২৫৬ ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এদের দাম শুরু হয়েছে যথাক্রমে ৬৯,৯০০ টাকা ও ৭৯,৯০০ টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন