এবার Tata Sky Music সাবস্ক্রাইবাররা বিনামূল্যে পাবে Hungama Music Pro ব্যবহারের সুযোগ

ভারতের অন্যতম জনপ্রিয় ডাইরেক্ট-টু-হোম সার্ভিস Tata Sky, টিভি চ্যানেলের পাশাপাশি সঙ্গীতপ্রেমী মানুষদের জন্য Tata Sky Music ও Music+ নামে দুটি পরিষেবাও দিয়ে থাকে। এই পরিষেবার মাধ্যমে আনলিমিটেড অ্যাড-ফ্রি গান শোনা যায় টিভির মধ্যেই। তবে এবার Tata Sky তাদের গানের ভান্ডার আরো বাড়িয়ে তোলার জন্য Hungama Music-এর সাথে হাত মেলালো। এর ফলে টাটা স্কাইয়ের মিউজিক স্টেশনে ১৫ মিলিয়নের বেশি গান ও ভিডিও যুক্ত হবে। সেই সঙ্গে আনলিমিটেড অফলাইন ডাউনলোড এবং মিউজিক ভিডিও স্ট্রিমিং-এর সুযোগও থাকবে।

হাঙ্গামা মিউজিকের সুবিধা

টাটা স্কাই মোবাইল অ্যাপের মাধ্যমে Tata Sky Music এবং Music+ সাবস্ক্রাইবাররা মাসিক ৯৯ টাকার Hungama Music Pro সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে পেয়ে যাবেন। এর জন্য হাঙ্গামা মিউজিকে আলাদা করে সাইন-আপ করারও দরকার পড়বে না। এই নতুন সংযোজনের ফলে ২০টির বেশি ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় ১৫ মিলিয়নের বেশি গান ও গানের ভিডিও দেখতে পারবেন গ্রাহকরা। ক্লাসিক, পপ, রক থেকে শুরু করে বিভিন্ন ধরনের গানের সংগ্রহ থাকবে এর মধ্যে। এছাড়া এখানে কোন বিরক্তিকর বিজ্ঞাপনের ঝামেলাও থাকবে না। Hungama Music Pro-তে মিউজিক ভিডিওগুলি দেখা যাবে পুরো HD কোয়ালিটিতে। ভিডিওগুলি যত খুশি অফলাইন ডাউনলোডও করা যাবে। এছাড়া এখানে বেশ কিছু অরিজিনাল কনটেন্ট, অনলাইন রেডিও চ্যানেল এবং সুসজ্জিত প্লেলিস্টের সম্ভারও থাকবে।

কিভাবে পাবেন হাঙ্গামা সাবস্ক্রিপশন?

টাটা স্কাইয়ের এই পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের Tata Sky মোবাইল অ্যাপের হোমপেজের মিউজিক কনটেন্ট লিস্টিং-এর উপর ক্লিক করতে হবে। Tata Sky Music ও Music+ পরিষেবার সক্রিয় গ্রাহকদের Hungama Music অ্যাপে রিডাইরেক্ট করা হবে এবং Pro সাবস্ক্রিপশনটি নিজে নিজেই যুক্ত হয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করেননি তাদের Tata Sky Music বা Music+ ‘অ্যাড-প্যাক’ পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে চাইলে সাবস্ক্রিপশন নেওয়া যাবে। সাবস্ক্রাইব করলে একইভাবে Hungama Music-এর সমস্ত কনটেন্ট অ্যাক্সেস করা যাবে।

Tata Sky মোবাইল অ্যাপে ইউজাররা তাদের সাবস্ক্রিপশনের অন্তর্গত চ্যানেলের তালিকা দেখতে পাবেন। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ভার্সনেই উপলব্ধ।