Vivo ও iQOO ফোনে আসছে Android 14 আপডেট, নতুন হয়ে যাবে পুরানো স্মার্টফোন, দেখুন লিস্ট

দেখে নিন Vivo ও iQOO-র কোন ফোনে পাওয়া যাবে Android 14 ভিত্তিক Funtouch OS 14 আপডেট

স্মার্টফোন ব্র্যান্ড Vivo এবং iQOO ভারতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ (Android 14 based Funtouch OS 14) সফটওয়্যার স্কিন লঞ্চ করল। শীঘ্রই এই কাস্টম রম সংস্থার ফোনগুলিতে পাওয়া যাবে। Vivo এবং iQOO এর তরফে জানানো হয়েছে যে, শুরুতে সফটওয়্যারটির বিটা ভার্সন পরীক্ষা করতে পারবে স্মার্টফোন ব্যবহারকারী। আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই টেস্টিং প্রোগ্রাম চলবে।

নতুন Funtouch OS 14 কাস্টম স্কিনে স্মুথ এনভিশন ফিচার উপস্থিত, যার সাহায্যে ব্যবহারকারীরা আরও উন্নত পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। আবার এই ফিচারের মাধ্যমে র‌্যাম অপ্টিমাইজ ও দীর্ঘ ব্যাটারি লাইফের সুবিধা পাওয়া যাবে। আবার Vivo এবং iQOO ফোন ব্যবহারকারীরা এই সফটওয়্যার স্কিনের মাধ্যমে নির্বাচিত অ্যাপগুলি হোয়াইটলিস্ট করতে পারবেন।

Vivo-র এই ফোনে পাওয়া যাবে Android 14 ভিত্তিক Funtouch OS 14 আপডেট

ভিভো-র যে ফোনে অ্যান্ড্রয়েড ১৪ আপডেট আসবে সেগুলির নাম নীচে দেওয়া হল –

  • Vivo X80 Pro
  • Vivo X80
  • Vivo V29 Pro
  • Vivo V29
  • Vivo V27 Pro
  • Vivo V27
  • Vivo X70 Pro+
  • Vivo X70 Pro
  • Vivo X70
  • Vivo V29e
  • Vivo V25 Pro
  • Vivo V25
  • Vivo T2 Pro 5G
  • Vivo Y100
  • Vivo T2 5G
  • Vivo T2x 5G
  • Vivo T1 Pro 5G
  • Vivo T1
  • Vivo T1 5G
  • Vivo Y100A
  • Vivo Y56 5G
  • Vivo V23 Pro
  • Vivo V23 5G
  • V23e 5G
  • Vivo X60 Pro+
  • Vivo X60 Pro
  • Vivo X60
  • Vivo Y75 5G
  • Vivo Y36
  • Vivo Y35

iQOO -র এই স্মার্টফোনে আসবে Funtouch OS 14 আপডেট

নীচে উল্লেখিত এই iQOO ফোনগুলি পাবে Funtouch OS 14 Beta আপডেট:

  • iQoo 9 Pro
  • iQoo 9T
  • iQoo 9
  • iQoo 9 SE
  • iQoo Neo 7 Pro
  • iQoo Neo 7
  • iQoo 7 Legend
  • iQoo Z7 Pro
  • iQoo Z7
  • iQoo Z7s
  • iQoo 7
  • iQoo Neo 6
  • iQoo Z6 Pro
  • iQoo Z6 4G
  • iQoo Z6 5G
  • iQoo Z6 Lite