boAt Iris: দীর্ঘ ব্যাটারি লাইফ ও আটটি স্পোর্টস মোড সহ লঞ্চ হল নতুন স্মার্টওয়াচ

অডিও ডিভাইসের পাশাপাশি ওয়্যারেবল ডিভাইসের ক্ষেত্রেও ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে দেশীয় সংস্থা BoAt। সেক্ষেত্রে এই জনপ্রিয়তা আরও বাড়াতে সংস্থাটি এবার আনল নতুন একটি স্মার্টওয়াচ, যার‌ নাম boAt Iris। এতে অ্যামোলেড ডিসপ্লে ও আটটি ভিন্ন স্পোর্টস মোড পাওয়া যাবে। আবার এটি লেদার ও সিলিকন স্ট্র্যাপ সহ এসেছে। পাশাপাশি ব্যবহারকারীরা এই আধুনিক ঘড়ির সাহায্য তার স্বাস্থ্যের খেয়াল রাখতে পারবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক boAt Iris এর দাম ও ফিচার।

boAt Iris দাম ও লভ্যতা

ভারতে সদ্য লঞ্চ হওয়া বোট আইরিশ স্মার্টওয়াচটির দাম ধার্য হয়েছে ৪,৪৯৯ টাকা। আজ অর্থাৎ ২৩ ডিসেম্বর থেকে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।

বোট আইরিশ এর সঙ্গে পাওয়া যাবে এক বছরের ওয়্যারেন্টি। অ্যাক্টিভ ব্ল্যাক, ফ্লেমিং রেড এবং নেভি ব্লু কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন স্মার্টওয়াচটি।

boAt Iris-এর ফিচার

বোট আইরিশ স্মার্টওয়াচটি ১.৩৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা বাড়ির বাইরেও পরিষ্কার দেখতে দেবে। এতে মাল্টি ক্লাউড-বেসড ওয়াচ ফেইস সাপোর্ট করে। এখানে বলে রাখি, ওয়্যারেবলটিকে boAt Hup অ্যাপ দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া এতে থাকছে হার্ট রেট সেন্সর, Spo2 মনিটর। সাথে এটি ইভেন্ট অ্যালার্ট, টেক্সট, কল এবং ইমেইল নোটিফিকেশন দেবে।

নবাগত boAt Iris স্মার্টওয়াচটিতে থাকছে ৮টি ভিন্ন স্পোর্টস মোড, যার মধ্যে শামিল রয়েছে ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং,ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল এবং সুইমিং। ডিভাইসটির মাধ্যমে ব্যবহারকারী তার দৈনন্দিন ক্রিয়া-কলাপ ট্র্যাক করতে পারবেন। এটি আইপি৬৮ রেটিংপ্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল থেকে সুরক্ষা দেবে। এটি ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে জানা গেছে।