চলছে Asus ROG এর গেমিং টুর্নামেন্ট Ultimate Boss Fight, জিতলেই ১ লক্ষ টাকা পুরস্কার

সাম্প্রতিক সময়ে দেশীয় যুবসমাজের ভিডিও গেমিংয়ের প্রতি প্রবল আগ্রহ, ভারতকে বিশ্বব্যাপী গেমিং সেক্টরগুলির মধ্যে শীর্ষস্থানটি দখল করতে সহায়তা করেছে। তরুণ প্রজন্মের একাংশই মজে আছে বিভিন্ন ব্যাটেল গেমে। এক্ষেত্রে ভারতীয় গেমারদের আরো উৎসাহিত করতে জনপ্রিয় মাল্টি-টেক কোম্পানি Asus-এর গেমিং বিভাগ রিপাবলিক অফ গেমারস বা ROG ফের একটি অনলাইন গেমিং টুর্নামেন্ট আয়োজন করেছে। ‘The Ultimate Boss Fight’ নামের এই টুর্নামেন্টটি ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী ৮ই এপ্রিল পর্যন্ত। সংস্থার মতে, এই অনলাইন গেমিং টুর্নামেন্টটি ভারতীয় গেমারদের যেমন আর্থিক ভাবে সাহায্য করবে, তেমনি গেম সম্পর্কিত অভিজ্ঞতা অর্জনেও সমান সুযোগ দেবে। এছাড়াও, এটি ROG Showdown ও ROG Master-এর মতো গেমিং কমিউনিটির সাথেও গেমারদের যুক্ত হওয়ার সুযোগ করে দেবে বলে অভিমত আর্নল্ড সু নামক Asus-এর এক কর্মকর্তার।

কী এই ‘The Ultimate Boss Fight’?

রিপোর্ট অনুযায়ী, এই টুর্নামেন্টে চরিত্র-ভিত্তিক যুদ্ধ কৌশলে নির্মিত FPS গেম ভ্যালোরেন্টের জন্য, ‘ফাইভ অন ফাইভ’ ফরম্যাটে পাঁচ সদস্যের গেমার দল – অন্য দলের সাথে প্রতিদ্বন্ধিতা করবে। তবে, এই টুর্নামেন্টের জন্য রেজিস্টার করা প্রথম ৬৪টি দলই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগী দলই প্লে-অফ ম্যাচ খেলতে পারবে যেখানে তাদের উদ্দেশ্য হবে প্রতিপক্ষকে হারিয়ে নিজে ফাইনাল ম্যাচে জায়গা করে নেওয়া। কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ফাইনালে পৌঁছে যাওয়া কোনো দল, আলটিমেট বস হিসেবে উপস্থিত ভারতের খ্যাতিমান পেশাদার গেমার HydraFlick-এর সাথে প্রতিদ্বন্ধিতা করার সুযোগ পাবে।

এক্ষেত্রে কোনো দল, HydraFlick-কে হারিয়ে জিততে পারলে তারা নগদ ১ লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবে। প্লে অফ রানার-আপ দলটি পুরস্কারস্বরূপ পাবে ২৫,০০০ টাকা। অন্যদিকে অংশগ্রহনকারী অন্যান্য দলগুলির মধ্যে যারা প্লে অফ অব্দি পৌঁছতে পারবে তাদের জন্য ৫০,০০০ টাকার পুরষ্কার থাকবে। কিন্তু এখানেও রয়েছে বিশেষ চমক!

আসলে, Asus-এর ROG শাখাটি এই টুর্নামেন্টে অংশগ্রহনকারীদের জন্য একটি বিশেষ শর্ত আরোপ করেছে। এই শর্ত অনুযায়ী, যদি অংশগ্রহণকারী দল, হাইড্রাফ্লিক (HydraFlick)-এর কাছে ফাইনাল ম্যাচ হেরে যায়, তবে সেই টিমের প্রতিটি প্লেয়ারকে নিজস্ব ইউটিউব চ্যানেল ব্যতীত, সমস্ত সাইট থেকে অন্তত এক সপ্তাহের জন্য তাদের গেমিং দুনিয়ার ছদ্মনাম পরিত্যাগ করতে হবে। সেক্ষেত্রে ফাইনালে পৌঁছানোর পর হেরে গিয়ে এই শর্ত মানতে হলে গোটা বিষয়টি প্রতিযোগীদের জন্য মোটেও গৌরবজনক হবেনা!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন