Moto G62 5G ও Moto G82 5G লঞ্চের দোরগোড়ায় দাঁড়িয়ে, পেল Wi-Fi Alliance ও NBTC এর ছাড়পত্র

মোটোরোলা (Motorola) তাদের ব্র্যান্ডের একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি আগামী দিনে Moto G সিরিজের পাশাপাশি Moto Edge সিরিজের একগুচ্ছ নতুন স্মার্টফোন উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। মোটোরোলার এই ফোনগুলি চলতি মাসে অর্থাৎ এপ্রিলে এবং মে মাসে গ্লোবাল মার্কেট এবং ভারতের বাজারে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আর আসন্ন লঞ্চের আগে এখন Moto G সিরিজের দুটি ফোন, Moto G62 5G এবং Moto G82 5G-কে যথাক্রমে ওয়াই-ফাই অ্যালায়েন্স (Wi-Fi Alliance) এবং থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে স্পট করা হয়েছে। আসুন এই নতুন মোটোরোলা স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Moto G62 5G- কে Wi-Fi Alliance-এ এবং Moto G82 5G-কে NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেল

মোটো জি৬২ ৫জি পরিবারে অন্তর্গত XT2223-1 এবং XT2223-2 মডেল নম্বর সহ দুটি স্মার্টফোন ওয়াই-ফাই অ্যালায়েন্স ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে, যা আসন্ন মোটো জি সিরিজের ফোনের কয়েকটি প্রধান স্পেসিফিকেশন প্রকাশ করেছে। জানা গেছে, মোটো জি৬২ ৫জি ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট সহ আসবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১২ কাস্টম স্কিনে রান করবে। তবে এগুলি ছাড়া, সার্টিফিকেশন সাইট থেকে আর কোনও তথ্য সামনে আসেনি।

অন্যদিকে, XT2225-1 মডেল নম্বর সহ মোটো জি৮২ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)- এর ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন সাইটটি ফোনের বাণিজ্যিক নামের পাশাপাশি এলটিই সহ ৫জি নেটওয়ার্কের জন্য সাপোর্ট নিশ্চিত করেছে। লিস্টিং অনুযায়ী, মোটো জি৮২ ৫জি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন করা হবে।

মোটো জি৬২ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto G62 5G Expected Specifications)

প্যাশনেট গিকজ (Passionate geekz)-এর রিপোর্ট অনুযায়ী, মোটো জি৬২ ৫জি একটি ফুল এইচডি+ রেজোলিউশন এবং হাই রিফ্রেশ রেট (৯০ হার্টজ বা ১২০ হার্টজ) যুক্ত ডিসপ্লে সহ আসবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এটি নিয়ার-স্টক অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়াও, এই হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G62 5G ফোনে একটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, এই আপকামিং হ্যান্ডসেটে পাওয়া যাবে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং পাঞ্চ-হোল কাট আউটের মধ্যে সেলফি ক্যামেরা। যদিও Moto G62 5G ফোনে কোন চিপসেট ব্যবহার করা হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। শোনা যাচ্ছে ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৫জি প্রসেসরের সাথে আসতে পারে, তবে প্রসেসরের সঠিক নামটি এই মুহূর্তে স্পষ্ট নয়। কিন্তু এটির পরিবর্তে ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের প্রসেসর দ্বারাও চালিত হতে পারে।

মোটো জি৮২ ৫জি সম্ভাব্য স্পেসিফিকেশন (Moto G82 5G Expected Specifications)

লঞ্চের আগেই মোটো জি৮২ ৫জি ফোনটিকে একাধিক ডেটাবেসে দেখা গেছে। ডিভাইসটি অ্যাড্রেনো ৬১৯ (Adreno 619) জিপিইউ, ৮ জিবি র‍্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ আসতে পারে।

এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G82 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এছাড়া, এই ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই এবং ডুয়েল সিম সাপোর্ট।