Vivo TWS 2 : ভিভো-র প্রথম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারযুক্ত ওয়্যারলেস ইয়ারবাড আসছে ২০ মে

জনপ্রিয় চীনা কোম্পানি ভিভো, তাদের ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডের উত্তরসূরী হিসেবে আগামী ২০ মে চীনে লঞ্চ করতে চলেছে Vivo TWS 2। ২০১৯ সালে ভিভো, NEX 3 সিরিজের স্মার্টফোনের সাথে প্রথম ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড (Vivo TWS) লঞ্চ করেছিল। এরপর গত বছর জুন মাসে Vivo TWS Neo নামের একটি একই ধরনের ইয়ারবাড বাজারে আসে। এবার স্মার্টফোন কোম্পানিটি নিয়ে আসতে চলেছে Vivo TWS 2, এটি ভিভো নির্মিত প্রথম ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যেটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) ফিচারসহ আসবে।

ডিজাইনের দিক থেকে, ভিভো টিডব্লিউএস ২ ইয়ারবাডটির সাথে এর পূর্বসূরীর অনেকটাই মিল আছে। আসন্ন এই ইয়ারবাডটি ব্লু কালার গ্র্যাডিয়েন্ট সহ আসবে। এই মুহূর্তে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচারটি ছাড়া আসন্ন ইয়ারবাডটির ফিচার সম্পর্কে খুব বিশেষ কিছু জানা যায়নি।

তবে আমরা আশা করতে পারি, Vivo TWS 2 ইয়ারবাডে AAC codec এবং aptX adaptive সাপোর্ট করবে। এছাড়াও জল এবং ধুলো প্রতিরোধের জন্য থাকবে আইপি রেটিংস্ (IP Ratings)। এছাড়া জোভি স্মার্ট অ্যাসিস্ট্যান্স (Jovi Smart Assistance), ফাইন্ড মাই ইয়ারবাডস্ ফিচার (Find My Earbuds), ওয়ান-টাচ পেয়ারিং মোড (One-touch pairing Mode), টাচ জেসচার সাপোর্ট (Touch Gesture Support) সহ অন্যান্য ট্রেন্ডিং ফিচার এতে দেখা যেতে পারে।

রিয়েলমি (RealMe), অপ্পো (Oppo), ওয়ানপ্লাস (OnePlus) সহ বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলি এখন একের পর এক ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড লঞ্চ করে চলেছে। যদিও এদের তুলনায় ভিভোর লঞ্চ সার্কেল অনেক ধীর গতির। তাই Vivo TWS 2 কে অত্যাধুনিক ফিচারের সাথে এনে যে কোম্পানি ফ্যানদের মন জয় করতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন