ডিলিট WhatsApp মেসেজ ফিরিয়ে আনা যাবে, চলে এল নতুন ফিচার

কাজের প্রয়োজনে কিংবা নিতান্ত সাধারণ ঘরোয়া কথাবার্তার জন্য রোজ বহু মেসেজ WhatsApp মারফত করা হয়ে থাকে। ফলে একটানা অনেকক্ষণ চ্যাট করতে করতে টাইপিং মিস্টেকের দরুন ভুলভাল মেসেজ লেখা এবং তা অপরপক্ষের কাছে সেন্ড হয়ে যাওয়ার মতো ঘটনাগুলি প্রায়শই ঘটে থাকে ইউজারদের সাথে। তবে নিজেদের ভুল শোধরাতে তৎক্ষণাৎ WhatsApp-এ উপলব্ধ Delete for everyone ফিচারটির সাহায্য নেন ব্যবহারকারীরা। এর ফলে তাদের ভুলবশত পাঠানো মেসেজ প্রেরক এবং রিসিভার উভয়ের চ্যাটবক্স থেকেই ডিলিট হয়ে যায় (অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে)।

তবে মুশকিলটা তখনই হয়, যখন ইউজাররা তাড়াহুড়োর চোটে ‘ডিলিট ফর এভরিওয়ান’ (Delete for everyone) সিলেক্ট করার বদলে ‘ডিলিট ফর মি’ (Delete for me) অপশনটি সিলেক্ট করে ফেলেন। এর সুবাদে সংশ্লিষ্ট ব্যবহারকারীর চ্যাটবক্স থেকে ভুল মেসেজটি উধাও হয়ে গেলেও রিসিভারের কাছে কিন্তু সেটি থেকেই যায়। ফলে নিজের ভুল তো শোধরানো হয়ই না, উল্টে এক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যান ইউজাররা। তবে এই সমস্যার হাত থেকে ব্যবহারকারীদেরকে রেহাই দিতে হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি নতুন ফিচার চালু করেছে, যার সুবাদে Delete for me অপশন ব্যবহার করে রিমুভ করা মেসেজগুলিকে ‘Undo’ করতে সক্ষম হবেন ইউজাররা।

Delete for me মেসেজ Undo করার জন্য মাত্র ৫ সেকেন্ড সময় পাওয়া যাবে

সাম্প্রতিক একটি টুইটে নয়া ফিচারটির সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেছে হোয়াটসঅ্যাপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, নবাগত ফিচারটির সহায়তায় ব্যবহারকারীরা দুর্ঘটনাক্রমে ‘ডিলিট ফর মি’ অপশন ব্যবহার করে কোনো মেসেজ মুছে ফেললে সেটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য ৫ সেকেন্ড সময় পাবেন। বলে রাখি, আলোচ্য ফিচারটি বর্তমানে আইফোন (iPhone)-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড (Android) ডিভাইসগুলিতেও উপলব্ধ হয়েছে। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি গ্রুপ এবং পার্সোনাল উভয় চ্যাটের ক্ষেত্রেই কাজ করবে।

২০১৭ সালে Delete for everyone ফিচারের আগমন ঘটে

প্রসঙ্গত জানিয়ে রাখি, ইউজারদের সুবিধার্থে প্রাথমিকভাবে ২০১৭ সালে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি চালু করেছিল WhatsApp। তখন এর সময়সীমা ছিল মাত্র ৭ মিনিট। তারপর থেকেই ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে ক্রমাগত ফিচারটির সময়সীমা বাড়ানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছে Meta মালিকানাধীন কোম্পানিটি। এর ফলস্বরূপ ২০১৮ সালে এই সময়সীমা বেড়ে হয় ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। আবার, চলতি বছরের আগস্ট মাসে ইউজারদেরকে রীতিমতো চমকে দিয়ে ‘ডিলিট ফর এভরিওয়ান’-এর সময়সীমা আরও খানিকটা বাড়িয়ে ২ দিন ১২ ঘণ্টা (অর্থাৎ আড়াই দিন বা ৬০ ঘণ্টা) করেছে WhatsApp। সেক্ষেত্রে আগামী দিনে ব্যবহারকারীদের ভুল শোধরানোর জন্য সংস্থাটি আরও বেশি সময় দেবে কি না, তা জানার জন্য আমাদের WhatsApp-এর পরবর্তী আপডেটগুলির ওপর নজর রাখতে হবে।