Infinix Smart 5A আজ বাজারে এন্ট্রি নিচ্ছে, 5000mAh ব্যাটারির এই ফোনের দামে রয়েছে চমক

আজ ভারতে লঞ্চ হতে চলেছে আরও একটি বাজেট ফোন Infinix Smart 5A। এই ফোনটি Infinix Smart 5 সিরিজের নতুন ফোন হিসেবে বাজারে আসছে। কোম্পানির তরফে জানানো হয়েছে Infinix Smart 5A এর ফেস আনলক ফিচার ১ সেকেন্ডেরও কম সময়ে ফোনকে আনলক করতে পারবে‌। এছাড়া ফোনটির বিশেষ আকর্ষণ এর ব্যটারি লাইফ। জানা গেছে এতে থাকা ৫,০০০ এমএএইচ ব্যাটারি ৩৩ ঘন্টা কলিং টাইম দেবে। Infinix Smart 5A‌ ফোনটি Flipkart থেকে পাওয়া যাবে।

Infinix Smart 5A আজ ভারতে কখন লঞ্চ হবে

ইনফিনিক্স স্মার্ট ৫এ আজ দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও কোম্পানি এর জন্য কোনো লঞ্চ ইভেন্টের আয়োজন করেনি‌।

Infinix Smart 5A এর দাম (সম্ভাব্য)

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৫এ এর দাম ৭,০০০ টাকার কাছাকাছি থাকবে। JioExclusive device lock অফারের অধীনে ফোনটি কিনলে ৫৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এই প্রোগামে ফোনের প্রাইমারি সিম স্লটে অন্তত ৩০ মাস কেবল জিও সিম ব্যবহার করতে হবে।

Infinix Smart 5A এর স্পেসিফিকেশন ও ফিচার

ফ্লিপকার্টের টিজার পেজ অনুযায়ী, ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনে ৫০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখা যাবে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যা ১৯ ঘন্টা (এইচডি রেজোলিউশনে দেখলে) ভিডিও প্লেব্যাক টাইম, ৩৩ ঘন্টা টক টাইম, ২৮ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম, ১৩ ঘন্টা গেমিং, ১৬ ঘন্টা ওয়েব ব্রাউজিং এবং ৩৫ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স স্মার্ট ৫এ ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। সিকিউরিটির জন্য থাকবে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ৮.৭ মিমি সরু এবং ওজন হবে ১৮৩ গ্রাম। ইনফিনিক্স স্মার্ট ৫এ তিনটি রঙে আসবে – ওশান ওয়েভ, মিডনাইট ব্ল্যাক, ও কোয়েটজাল সায়ান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন