এলইডি লাইট থেকে অ্যালয় হুইল, Royal Enfield গ্রাহকদের মতামত নিয়ে তাদের দুই 650cc বাইকে বহু প্রত্যাশিত আপডেট দিচ্ছে

ভারতে সবচেয়ে বেশিসংখ্যক ক্রেতাকে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর বাইক কেনার পর যে অংশটি সবচেয়ে বেশি মডিফাই করতে দেখা যায়, তা হল ‘হুইল’। অফ-রোডিংয়ের জন্য বেশ কয়েকটি মডেলে রিম স্পোক দেওয়া হলেও, গ্রাহকদের নজর সেই স্টাইলিশ অ্যালয় হুইলের দিকে। তেমনই প্রিমিয়াম মডেল Interceptor 650 ও Continental GT 650-এর গ্রাহকরাও ২০১৯ সাল থেকে অ্যালয় হুইল না পাওয়ার বেদনা বুকে নিয়ে দিন গুজরান করছিলেন। তাঁদের জন্য এবার সুখবর! গ্রাহকদের সেই অপূর্ণ চাহিদার কথা ভেবে Interceptor 650 ও Continental GT 650 বাইক জোড়া অ্যালয় হুইল সমেত আসতে চলেছে। সম্প্রতি চেন্নাইয়ে রয়্যাল এনফিল্ডের অফিসের কাছাকাছি রাস্তায় অ্যালয় চাকার সাথে Continental GT 650-এর দর্শন পাওয়া গিয়েছে। এটি বাইকটির ফেসলিফ্ট ভার্সন হিসাবেও আসতে পারে‌।

স্পাইশটে Royal Enfield Continental GT 650 এর ফুয়েল ট্যাঙ্কে ‘আইস ক্যুইন’ কালার স্কিমের দেখা মিলেছে‌। যে রঙে এখন রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসির দুই মোটরসাইকেল পাওয়া যায় না। নতুন মডেলের সবচেয়ে বড় আপডেট হল অ্যালয় হুইল। সামনের ও পিছনের উভয় চাকায় ব্ল্যাক ফিনিশিং লক্ষ্য করা যায়‌ আর চাকার রিম সাদা রঙে আবৃত‌‌।

ছবি দেখে মনে হচ্ছে, এতে Ceat-এর টায়ার ব্যবহার করা হয়েছে। যা টিউবলেস হতে পারে। কারণ সিয়েট কিছুদিন আগে নতুন ব্যাচের কিছু টিউবলেস টায়ার বাজারে এনেছিল। তবে অ্যালয় হুইল সত্ত্বেও স্টিল রিম থাকার কারণে এতে টিউব সমেত টায়ারও ব্যবহার করা যাবে। আরেকটি ছোটখাট বলতে নতুন টেলল্যাম্প। এটি Meteor 350-এর থেকে ধার করা হয়েছে। আগে সেটা ছিল হ্যালোজেন৷ কিন্তু এখন এলইডি হওয়ার কারণে আরও বেশি ঝকঝকে আলো পাওয়া যাবে।

কয়েকজন ক্রেতা ইতিমধ্যেই তাদের 650 Twins-এর হ্যালোজেন টেলল্যাম্পটি বদলে Meteor 350-এর ইউনিট লাগিয়েছেন। কিন্তু এবারে তা আর প্রয়োজন পড়বে না। হেডল্যাম্পে কোনো পরিবর্তন ঘটানো হয়েছে কিনা, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া বাইক দু’টির সুইচ গিয়ারে পরিবর্তন আনা হতে পারে। যা নতুন J প্ল্যাটফর্মের মোটরসাইকেল থেকে নেওয়া হতে পারে। এছাড়া বিশেষ কোনো আপডেট থাকছে না বলেই অনুমান করা হচ্ছে‌। কবে লঞ্চ হতে পারে, সে বিষয়ে এখনও কোনও তথ্য আসেনি।