চমকের শেষ‌ নেই, Moto G54 5G হবে ভারতের প্রথম ডাইমেনসিটি ৭০২০ প্রসেসরের ফোন, ফাঁস হল দাম

Moto G54 5G ফোনটির ল্যান্ডিং পেজ ফ্লিপকার্ট (Flipkart) এবং মোটোরোলা ইন্ডিয়ার (Motorola India)-এর ওয়েবসাইটে লাইভ হয়েছে,

মোটোরোলা (Motorola) আগামী ১ সেপ্টেম্বর ভারতে Moto G84 5G স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি অফিসিয়াল টিজার থেকে জানা গিয়েছিল যে, ব্র্যান্ডটি আগামী কয়েক দিনের মধ্যে Moto G54 হ্যান্ডসেটটিও ভারতীয় বাজারে লঞ্চ করবে। আর এখন লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, তারা এদেশে আগামী ৬ সেপ্টেম্বর Moto G54 5G-এর ওপর থেকে পর্দা সরাতে চলেছে। পাশাপাশি, এই আপকামিং ফোনটির ল্যান্ডিং পেজ ফ্লিপকার্ট (Flipkart) এবং মোটোরোলা ইন্ডিয়ার (Motorola India)-এর ওয়েবসাইটে লাইভ হয়েছে, যা এর মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। আসুন লঞ্চের আগে জেনে নেওয়া যাক কি কি অফার করতে চলেছে নতুন Moto G54 5G।

প্রকাশ্যে এল Moto G54 5G-এর স্পেসিফিকেশন

অফিসিয়াল লিস্টিংটি প্রকাশ করেছে যে, মোটো জি৫৪ ৫জি ফোনটি ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের সাথে আসবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটির পিছনের অংশে কাঁচের মতো ফিনিশ দেখা যাবে এবং রিয়ার শেলের ওপরের দিকে একটি অ্যালুমিনিয়াম নির্মিত ক্যামেরা মডিউল অবস্থান করবে।

উল্লেখ্য, মোটো জি৫৪ হবে ভারতের প্রথম স্মার্টফোন, যেটিতে মিডিয়াটেক-এর ডাইমেনসিটি ৭০২০ চিপসেটটি ব্যবহৃত হবে। এই মোটো ফোনটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে। তবে সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি বিল্ট-ইন স্টোরেজ সমন্বিত মোটো জি৫৪-এর একটি লোয়ার ভ্যারিয়েন্টও বাজারে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Moto G54 5G-এর রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto G54 5G-তে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

ভারতে Moto G54 5G-এর মূল্য (সম্ভাব্য)

Moto G54 5G মিন্ট গ্রিন, পার্ল ব্লু এবং মিডনাইট ব্লু-এর মতো কালার শেডগুলিতে পাওয়া যাবে বলে জানা গেছে। রিলায়েন্স ডিজিট্যাল (Reliance Digital)-এ এই ফোনের একটি লিস্টিং সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা থেকে জানা যাচ্ছে যে এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল দুটির দাম হবে যথাক্রমে ১৪,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা।

প্রসঙ্গত, মোটোরোলা আগামী ৫ সেপ্টেম্বর চীনে Moto G54 লঞ্চ করবে বলে জানিয়েছে। তবে চীনা ভ্যারিয়েন্টটি ভারতীয় সংস্করণের থেকে আলাদা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।