কোন কোন স্যামসাং ফোনে পাওয়া যাবে One UI 2.5 আপডেট, দেখুন তালিকা

আগস্টের শুরুতেই লঞ্চ হয়েছে Samsung Galaxy Note 20 সিরিজ। এই সিরিজের সাথে কোম্পানি One UI 2.5 ইউআই কেও এনেছে। নতুন এই কাস্টম স্কিনে স্যামসাং স্মার্টফোন ব্যাবহারকারীরা ক্যামেরা, কানেক্টিভিটি সহ বেশ কয়েকটি জায়গায় উন্নতি লক্ষ্য করবে। সেকারণেই অনেক স্যামসাং ফ্যান কোম্পানির নতুন ইউআই ব্যবহার করার জন্য মুখিয়ে আছে। সম্প্রতি Samsung এর তরফেও ঘোষণা করা হয়েছে ঠিক কোন কোন ফোনে পাওয়া যাবে ওয়ান ইউআই ২.৫ আপডেট। আসুন দেখে নিই এই তালিকা।

Samsung Galaxy Note সিরিজ:

  • ১. Galaxy Note10+ 5G
  • ২. Galaxy Note10+
  • ৩. Galaxy Note10 5G
  • ৪. Galaxy Note10
  • ৫. Galaxy Note10 Lite

Samsung Galaxy S সিরিজ:

  • ১. Galaxy S20 Ultra 5G
  • ২. Galaxy S20 Ultra
  • ৩. Galaxy S20+ 5G
  • ৪. Galaxy S20+
  • ৫. Galaxy S20 5G
  • ৬. Galaxy S20
  • ৭. Galaxy S10 5G
  • ৮. Galaxy S10+
  • ৯. Galaxy S10
  • ১০. Galaxy S10e
  • ১১. Galaxy S10 Lite
  • ১২. Galaxy S9+
  • ১৩. Galaxy S9

Samsung Galaxy Z সিরিজ:

  • Galaxy Z Flip 5G
  • Galaxy Z Flip
  • Galaxy Fold 5G
  • Galaxy Fold

One UI 2.5 কাস্টম স্কিনে স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীরা Pro Video mode পাবে। এরসাথে ২৪ এফপিএস এ ৮কে ভিডিও রেকর্ড এবং ২১:৯ সিনেম্যাটিক আসপেক্ট রেশিও ভিডিও রেকর্ডিং করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশনে সুইচ করার জন্য মাল্টি ফিঙ্গার জেসচার সাপোর্ট করবে, পাশাপাশি গ্যালাক্সি ডিভাইসের সাথে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করা যাবে, কানেক্ট করার আগে ওয়াইফাই স্পিড জানা যাবে, মিটিং এর আগে সময় ও লোকেশন সেভ রাখা যাবে।