Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর, My Jio অ্যাপে হবে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট

রিলায়েন্স জিও ব্যবহারকারীদের জন্য সুখবর! এবার নিজেদের গ্রাহকদের কথা ভেবে JioPayments Bank পরিষেবা চালু করতে চলেছে দেশের বৃহত্তম টেলিকম কোম্পানিটি। আপাতত My Jio প্ল্যাটফর্মে মিনি-অ্যাপ হিসাবে একে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে ডিজিটাল ব্যাঙ্কিং ও লেনদেন হবে আরো অনেক বেশী সহজ, বাধাহীন।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই My Jio প্ল্যাটফর্মে ‘ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট’ পরিষেবা চালুর কথা শোনা গিয়েছিল। এই ব্যাপারে জিও একটি টিজার প্রকাশ করে, যা পুশ নোটিফিকেশন মারফত জিও গ্রাহকদের কাছে পাঠানো হয়েছিল। নোটিফিকেশন অনুযায়ী পরিষেবাটি, আপাতত সিলেক্টেড অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। iOS ও অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ঠিক কতদিনের মধ্যে এই পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন, তা এখনই বলা যাচ্ছেনা।

JioPayments Bank বা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট পরিষেবায় ঠিক কি কি ফিচার থাকবে সে ব্যাপারেও জিও এখনো কিছুই প্রকাশ করেনি। তবে খুব তাড়াতাড়ি জিও গ্রাহকেরা এই পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন বলে মনে হয়। শুধু JioPayments Bank নয়, My Jio প্ল্যাটফর্মে আরো একাধিক মিনি অ্যাপ অন্তর্ভুক্ত রয়েছে। এদের মধ্যে রয়েছে JioMart, JioSaavn, JioCinema, JioNews, JioEngage, JioGames, JioCloud, Stories, EasyGov এর মতো জনপ্রিয় পরিষেবা।

রিচার্জের ক্ষেত্রেও Jio কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। যেমন বর্তমানে ২৪৯ টাকা বা তার অধিক রিচার্জ করলে জিও তার গ্রাহকদের NetMeds ভাউচার প্রদান করছে। এই ভাউচারের মাধ্যমে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। গ্রাহক নেটমেডস গিফ্ট ভাউচার রূপে এই ক্যাশব্যাক পেয়ে যাবেন, যা পরবর্তীকালে যথাস্থানে ব্যবহার করা যাবে। এছাড়া AmazonPay ব্যবহার করে রিচার্জ করলেও একশো টাকা পর্যন্ত রিওয়ার্ড পাওয়া যাবে।