অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, মুখে বললেই বন্ধ হবে ফোন

লঞ্চের সময় যত কাছে এগিয়ে আসছে, ততই ঘন ঘন প্রকাশিত হচ্ছে গুগল (Google)-এর পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ সংক্রান্ত খবরাখবর। মূলত গত সপ্তাহে টেক জায়ান্ট সংস্থাটি এই ওএসের প্রথম বিটা ভার্সন রোলআউট করার পর থেকেই, এটিকে ঘিরে নেটদুনিয়ায় চর্চা বেড়েছে। এমনকি এই পরীক্ষামূলক সংস্করণটির সাথে সাথে প্রকাশ্যে এসেছে একগুচ্ছ ফিচারের ধারণাও, যা বর্তমানে বিটা টেস্টিংয়ের জন্য উপলব্ধ থাকলেও শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হবে। সেক্ষেত্রে এই সমস্ত ফিচারের মধ্যে একটি হল ‘ইনভক গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) বাই লং প্রেসিং পাওয়ার বাটন।’ 9to5 Google সম্প্রতি এই ফিচারটির ফাংশন সবার সামনে এনেছে।

এই ফিচারটির নাম থেকেই বোঝা যায়, পাওয়ার বাটনটি বেশিক্ষণ চেপে ধরলেই Google Assistant অপশনটি কাজ করবে। এখন প্রশ্ন উঠতে পারে যে পূর্ববর্তী মোবাইল ওএস থেকেই অনেক ফোনে এই সুবিধা রয়েছে, তাহলে অ্যান্ড্রয়েড ১২-তে নতুন কী থাকছে? সেক্ষেত্রে বলি এখনো পর্যন্ত গুগল প্রদত্ত হ্যান্ডস-ফ্রি অপশনের মাধ্যমে অন্যান্য সাধারণ কাজ করা গেলেও, এই নতুন ফিচারটির মাধ্যমে ইউজাররা ভয়েস কমান্ড দিয়েই নিজেদের মুঠোফোনটিকে অফ করতে পারবেন। শুধু তাই নয়, এটি Google-এর Pixel ফোনগুলিকে Samsung Galaxy ডিভাইসের সাথে যুক্ত করবে এমনটাও জানা গিয়েছে।

অস্বস্তির বিষয় এটাই যে, বর্তমান অ্যান্ড্রয়েড ১২ বিটা সংস্করণে গুগল অ্যাসিস্ট্যান্ট ও ফোনের পাওয়ার বাটনের এই সংমিশ্রিত ফিচারটি অ্যাক্সেস করা যাচ্ছেনা। অর্থাৎ বিটা ইউজাররা এখনই পাওয়ার বাটনটি লং-প্রেস করে উল্লিখিত সুবিধা উপভোগ করতে পারবেননা। তবে গুগল, এই অসুবিধার নিষ্পত্তির জন্যও উপায় বের করেছে।

এক্ষেত্রে সংস্থাটি গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লিকেশনের জন্য একটি নতুন বিটা আপডেট প্রকাশ করেছে, যা অ্যান্ড্রয়েডের কুইক সেটিংয়ে একটি পাওয়ার বাটন যুক্ত করবে। এই বাটনটির উপস্থিতির কারণে ইউজাররা খুব সহজেই মুখে বলে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফোন অফ করতে পারবেন। ফলত অ্যান্ড্রয়েড ফোন বন্ধ করার জন্য এখন আরো যে দুটি উপায় থাকবে, তা হল –
১. পাওয়ার মেনুটি অ্যাক্সেস করার জন্য পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে টিপতে হবে।
২. ফোন বন্ধ করার জন্য গুগল অ্যাসিস্ট্যান্টকে সম্ভবত ‘পাওয়ার অফ’ জাতীয় কিছু কমান্ড দিতে হবে।

এদিকে এই আপডেটের পর, এখনও কিছু কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে গেলে ‘পাওয়ার কন্ট্রোলস আর নট অ্যাভেইলেবেল’ বা ‘ওয়াকস ইউ থ্রু দ্যা কারেক্ট ওয়ে টু শাট ইওর ফোন অফ’ জাতীয় নোটিফিকেশন দেখা যাচ্ছে। তাই ‘পাওয়ার অফ ফোন’ বলার সাথে সাথেই ইউজারের ফোন বন্ধ হয়ে যাবে কিনা বা এটি ম্যানুয়ালি ফোন অফ করার জন্য পাওয়ার মেনুটি খুলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তাছাড়া ফিচারটি আগামী দিনে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে উপলব্ধ হবে কিনা সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন