Jio, Airtel, Vi-কে টেক্কা দেবে BSNL-এর এই ২৫০ টাকার কম দামী প্ল্যান; বেসিক বেনিফিটের সাথে মিলবে OTT বেনিফিট

এই মুহূর্তে বেসরকারি Jio, Airtel, বা Vi নয়, বরং সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান অফার করে দেশের অধিকাংশ ইউজারদেরই প্রথম পছন্দ হয়ে উঠছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (বিএসএনএল)। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে দিন গুজরান করতে যখন মানুষ হিমশিম খাচ্ছে, তখন এই সরকারি মালিকানাধীন কোম্পানিটি অত্যন্ত স্বল্প মূল্যে গ্রাহকদের নিজ নিজ প্রিপেইড কানেকশন সচল রাখার সুযোগ দিচ্ছে। এতে, হালফিলে অনেক গ্রাহকই বেসরকারি কোম্পানিগুলির হাত ছেড়ে BSNL-এর দ্বারস্থ হচ্ছেন।

সেক্ষেত্রে আপনি যদি বিএসএনএলের গ্রাহক হন বা হালফিলে বিএসএনএলে স্যুইচ করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার বিশেষভাবে কাজে আসবে। কারণ আজ আমরা ২৫০ টাকার কমে উপলব্ধ সংস্থার সেরা ৫টি সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি। চরম মূল্যবৃদ্ধির যুগেও মোবাইল কানেকশন অ্যাক্টিভ রাখতে এই প্ল্যানগুলি ইউজারদের ব্যাপকভাবে সহায়ক হবে। তাহলে চলুন, প্ল্যানগুলির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

BSNL-এর ৪৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে ২৪ দিনের মেয়াদে ভারতের যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে ১০০ মিনিট কল করা যাবে। সেইসাথে পাওয়া যাবে ২ জিবি ডেটাও।

BSNL-এর ৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানে সংস্থাটি ২২ দিনের ভ্যালিডিটিসহ আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দিচ্ছে।

BSNL-এর ১১৮ টাকার প্ল্যান

এই প্ল্যানে ২৬ দিনের জন্য যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে।

BSNL-এর ১৪৭ টাকার প্ল্যান

এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। এই প্ল্যান এককালীন ১০ জিবি ডেটা খরচ ও আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে BSNL Tunes পরিষেবা ব্যবহারের সুযোগ দেবে ইউজারদের।

BSNL-এর ২৪৭ টাকার প্ল্যান

এই প্ল্যানে ৩০ দিনের মেয়াদে রোজ ১০টি করে এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৫০ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সাথে মিলবে BSNL Tunes এবং EROS Now প্ল্যাটফর্মের অ্যাক্সেসের সুবিধা।