200MP ক্যামেরার দৌড়ে সামিল Samsung, প্রথম ফোন S23 Ultra, একদম পাকা খবর!

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Galaxy S23 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে৷ যে হেতু এবছর ফেব্রুয়ারি মাসে লেটেস্ট S22 লাইনআপটি উন্মোচিত হয়েছিল, তাই আশা করা হচ্ছে যে আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই আসন্ন প্রিমিয়াম গ্রেডের গ্যালাক্সি ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরাবে স্যামসাং। কিন্তু কোম্পানির তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণার আগেই এখন, আসন্ন Samsung Galaxy S23 সিরিজের বিষয়ে অসংখ্য তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার Galaxy S23 Ultra-এর প্রাইমারি ক্যামেরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। চলুন এসম্পর্কে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 Ultra আসছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে

টিপস্টার আইস ইউনিভার্স তার সাম্প্রতিক টুইটে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা স্মার্টফোনে স্যামসাংয়ের ডিফল্ট ক্যামেরা অ্যাপের স্ক্রিনশট শেয়ার করেছেন। এই স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি তাদের সফ্টওয়্যার স্কিন, ওয়ান ইউআই-তে ব্যবহারকারীকে দুটি অপশন দিচ্ছে। এই দুটি বিকল্পের মধ্যে, একটি হল ডেডিকেটেড ২০০ মেগাপিক্সেল শুটিং মোড এবং অপরটি হল ৫০ মেগাপিক্সেলের শুটিং অপশন।

প্রসঙ্গত, এই স্ক্রিনশটটি দুটি জিনিস নিশ্চিত করে। প্রথমত, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রার রিয়ার প্যানেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে এবং দ্বিতীয়ত, এই ক্যামেরাটি তার ৫০ মেগাপিক্সেল শুটিং মোডের জন্য পিক্সেল বিনিং-এও শুট করবে যা চারটি পিক্সেলকে একত্রিত করবে। আইস ইউনিভার্স এর আগে জানিয়েছিলেন যে, স্যামসাং ২০০ মেগাপিক্সেলের সেন্সর সহ গ্যালাক্সি এস২৩ আল্ট্রা লঞ্চ করতে পারে যার একটি ১/১.৩ ইঞ্চির সেন্সরে ০.৬ মাইক্রোমিটার (µm) পিক্সেল আকার রয়েছে এবং এর অ্যাপারচার হবে এফ/১.৭।

উল্লেখ্য, স্যামসাং তাদের নতুন ২০০ মেগাপিক্সেলের অত্যাধুনিক আইএসওসেল এইচপিএক্স (ISOCELL HPX) সেন্সরটি Galaxy S23 Ultra মডেলে ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে এবং এতে নতুন প্রযুক্তি থাকবে। এর মধ্যে রয়েছে, সেন্সর এবং টেট্রা২পিক্সেল (Tetra2Pixel)-এ আরও ভালো আলো শোষণের জন্য অ্যাডভান্সড ডিপ ট্রেঞ্চ আইসোলেশন (DTI), যা উন্নত লো-লাইট ফটোগ্রাফির জন্য ক্যামেরাকে ৪ বা ১৬ পিক্সেল একত্রিত করতে দেয়। এদিকে, স্ট্যান্ডার্ড Galaxy S23 এবং Galaxy S23+-এ প্রাইমারি সেন্সর হিসেবে গত বছর Galaxy 22 Ultra-এ ব্যবহার করা ১০৮ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।