এখনও সতর্ক নয় ভারতীয়রা, নিষিদ্ধ করা হল 69 হাজার WhatsApp অ্যাকাউন্ট

গত বছর নভেম্বর মাসে WhatsApp এদেশে ৭১ লাখের বেশি জাল অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল

বর্তমানে WhatsApp-এর ৫০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী উপস্থিত। এরমধ্যে গত বছর নভেম্বর মাসে WhatsApp এদেশে ৭১ লাখের বেশি জাল অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। এবার ২০২১ সালের আইটি নিয়মের অধীনে মেটা মালিকানাধীন সংস্থাটি ডিসেম্বরেও ভারতে ৬৯ লাখেরও বেশি জাল অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

সংস্থাটি তার মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে জানিয়েছে, ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত তারা ৬৯ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। আর এই অ্যাকাউন্ট গুলির মধ্যে প্রায় ১৬,৫৮,০০০ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছ থেকে রিপোর্ট আসার আগেই সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে।

আর সংস্থাটি ডিসেম্বরে দেশে ১৬,৩৩৬ টি অভিযোগের রিপোর্ট পেয়েছে। রিপোর্টের উপর ভিত্তি করে তারা অভিযুক্ত অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

WhatsApp এর মতে, ব্যবহারকারীর কাছ থেকে প্রাপ্ত অভিযোগের উপর ভিত্তি করে এবং হোয়াটসঅ্যাপ কর্তৃক গৃহীত পদক্ষেপের মাধ্যমে অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে। তারা তাদের প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করতে নিজস্ব প্রতিরোধমূলক পদক্ষেপও অন্তর্ভুক্ত করেছে বলে জানা গেছে।