Audi India: দেশের প্রথম আল্ট্রা-ফাস্ট চার্জিং স্টেশন খুলল এই শহরে, মার্চ অব্দি ফ্রি সার্ভিস

বৈদ্যুতিক গাড়ির চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে একসময় এটিই বাজারে নেতৃত্ব প্রদান করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ব্যাটারি চালিত গাড়ির সবচেয়ে বড় বিড়ম্বনার জায়গা চার্জিং টাইম। জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহন যেখানে পাম্প এ নিয়ে গেলে কয়েক মুহূর্তের মধ্যে ট্যাঙ্কটি পেট্রোল বা ডিজেল দ্বারা পূর্ণ করা যায়, সেখানে একটি ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। ক্রেতাদের এই সমস্যা থেকে সমাধান দিতে জার্মানির লাক্সারি গাড়ি নির্মাতা অডি (Audi) মুম্বাইয়ে দেশের প্রথম আল্ট্রা-ফাস্ট চার্জিং স্টেশন খুলল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, সকল সংস্থার বৈদ্যুতিক গাড়ি মালিকরাই এখান থেকে চার্জ করাতে পারবেন। এতে বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিকাঠামো দৃঢ় হয়েছে বলেই মত সংস্থার।

দেশের প্রথম আল্ট্রা-ফাস্ট চার্জিং স্টেশন বসালো Audi

Audi e-tron ব্যবহারকারীরা এখান থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিনামূল্যে চার্জ করানোর সুযোগ পাবেন। চার্জজোন-এর (ChargeZone) সাথে যৌথভাবে এই আল্ট্রা-ফ্রাস্ট চার্জিং স্টেশনটি গড়ে তোলা হয়েছে। সব মিলিয়ে ক্যাপাসিটি ৪৫০ কিলোওয়াট। ৫০০ অ্যাম্পিয়ার লিকুইড কুল্ড গানের মাধ্যমে ইলেকট্রিক ভেহিকেলে ৩৬০ কিলোওয়াট শক্তি প্রদান করার ব্যবস্থা রয়েছে।

কত দ্রুত চার্জ হবে সেই প্রসঙ্গে কোম্পানি জানিয়েছে, বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে বড় ব্যাটারি (১১৪ কিলোওয়াট আওয়ার) যুক্ত গাড়ি Audi Q8 55 মাত্র ২৬ মিনিটে ২০-৮০% চার্জ হবে। চমকের এখানেই শেষ নয়, দ্রুত গতিতে চার্জ করার জন্য ওই চার্জিং স্টেশনে সূর্যালোকের থেকে শক্তি গ্রহণ করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ পরিবেশবান্ধব ব্যবস্থা।

অডিরধা ভারতীয় শাখা জানিয়েছে, এ পর্যন্ত তারা দেশের ৭৩টি শহরে ১৪০-এর বেশি ইভি চার্জার ইন্সটল করেছে। অডির ‘মাই অডি কানেক্ট’ অ্যাপের মাধ্যমে ‘চার্জ মাই অডি’ পরিষেবা নিতে পারবেন ক্রেতারা। প্রসঙ্গত, এদেশে অডির পোর্টফোলিওতে বর্তমানে ছয়টি ইলেকট্রিক গাড়ি রয়েছে। এগুলি হল – Q8 50 e-tron, Q8 55 e-tron, Q8 Sportback 50 e-tron, Q8 Sportback 55 e-tron, e-tron GT এবং RS e-tron GT।