ফেব্রুয়ারিতে বড় চমক, অল্প দামে একঝাঁক পাওয়ার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে itel

আইটেল (itel) নতুন বছরে ভারতে একাধিক নতুন স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছিল। আর এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, চীনের এই সুপরিচিত বাজেট মোবাইল ফোন ব্র্যান্ডটি ফেব্রুয়ারি মাসে তাদের Power সিরিজের অধীনে তিনটি হ্যান্ডসেট লঞ্চ করবে। এগুলি সস্তায় আসবে এবং বাজারে লো-রেঞ্জের সেগমেন্টকে লক্ষ্য করবে বলে অনুমান করা হচ্ছে।

itel Power সিরিজের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারিতেই

৯১মোবাইলস-এর রিপোর্ট অনুসারে, আইটেল তাদের পাওয়ার সিরিজের অধীনে তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে৷ চীনা কোম্পানিটি আগামী মাসের কোনও এক সময়ে লঞ্চ ইভেন্টের আয়োজন করে মডেলগুলির ওপর থেকে পর্দা সরানো হতে পারে। যদিও, লঞ্চের তারিখ এখনও অজানা, তবে আইটেলের পক্ষ থেকে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, আইটেল পাওয়ার সিরিজের প্রথম মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশন (Go Edition)-এ চলবে। এটিই সিরিজের একমাত্র মডেল হবে, যা অ্যান্ড্রয়েড গো এডিশনের সাথে আসবে। প্রসঙ্গত, অ্যান্ড্রয়েডের ‘গো এডিশন’ সাধারণত এন্ট্রি লেভেল ফোনগুলিতে দেখা যায়। তাই সেটির দাম কম হবে বলে আশা করা যায়। প্রতিবেদনে এও বলা হয়েছে যে, দ্বিতীয় আইটেল পাওয়ার ফোনে আল্ট্রা ফাস্ট চার্জিং ক্ষমতা থাকবে।

সর্বোপরি, itel Power লাইনআপের তৃতীয় ও চূড়ান্ত মডেলটি একটি এক্সক্লুসিভ ‘ইন্ডিয়া-ফার্স্ট’ মেমরি ফিচার সহ আসবে। অর্থাৎ ভারতে এই প্রযুক্তি প্রথম আইটেল ফোনেতেই পাওয়া যাবে। এই ডিভাইসগুলির মধ্যে একটির মার্কেটিং ইমেজও শেয়ার করা হয়েছিল, যা ডিজাইনের সামান্য আভাস দিয়েছে। দেখা যাচ্ছে যে, ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট রয়েছে৷ এই ডিজাইন অনেকটা চলতি মাসের শুরুতে আফ্রিকাতে লঞ্চ হওয়া itel P55+-এর অনুরূপ।