Samsung Galaxy F52 5G স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর ও AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল, জানুন দাম

বিগত কয়েক মাস ধরে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর অবশেষে লঞ্চ হল Samsung Galaxy F52 5G। গ্যালাক্সি এফ সিরিজের প্রথম 5G ফোন হিসাবে এটি আজ চীনে পা রেখেছে।‌ এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ৫২ ৫জি ফোনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। আসুন Samsung Galaxy F52 5G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই…

Samsung Galaxy F52 5G এর দাম

স্যামসাং গ্যালাক্সি এফ৫২ ৫জি এর দাম রাখা হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২২,৭০০ টাকা। এই মূল্য ফোনটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। ফোনটি ম্যাজিক হোয়াইট ও ডাস্কি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। Samsung এর অনলাইন ই-স্টোর, Jd.com, Tmall ওয়েবসাইট থেকে শীঘ্রই এর প্রি-অর্ডার শুরু হবে।

Samsung Galaxy F52 5G এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এফ৫২ ৫জি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০জি প্রসেসর। ফোনটি ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Samsung Galaxy F52 5G ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড ওয়ান ইউআই ৩.১ ওএস-এ চলবে। ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮), ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এবং/২.০ অ্যাপারচার সহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পাওয়া যাবে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম সাপোর্ট, 4G ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট। এর পরিমাপ ১৬৪.৬ x ৭৬.৩ x ৮.৭মিমি এবং ওজন ১৯৯ গ্রাম‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন