একসাথে চালাতে পারবেন ফ্রিজ, পাখা, ল্যাপটপ, ওয়াই-ফাই! কিনবেন নাকি Ambrane PowerHub

Ambrane PowerHub 200 পাওয়ার স্টেশন ১৪,৯৯৯ টাকার বিনিময়ে Flipkart, Amazon বা কোম্পানির ওয়েবসাইট থেকে সহজেই কেনা যাবে

বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্মার্টফোন (Smartphone)। শুধু বিনোদনের জন্যই নয় এখন বিভিন্ন কাজের জন্যও এটি ব্যবহার করা হয়ে থাকে। তাই ডিভাইসটিতে সব সময় পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকা খুবই প্রয়োজন। কিন্তু, যারা কাজের জন্য দীর্ঘ সময় বাইরে থাকেন অথবা যারা মাঝে মাঝেই ভ্রমণে যান, তারা ডিভাইসে চার্জ না থাকলে অনেক সমস্যায় পড়েন। আর এই সমস্যার সমাধান করতে আছে পাওয়ার ব্যাঙ্ক বা পাওয়ার স্টেশন।

আপনিও যদি আপনার জন্য একটি পাওয়ার স্টেশন খুঁজে থাকেন তাহলে বলি, Ambrane সম্প্রতি PowerHub 200 নামের একটি শক্তিশালী পাওয়ার স্টেশন লঞ্চ করেছে। যেটি আপনার স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে মিনি ফ্রিজের মতো বিভিন্ন গ্যাজেটও চার্জ করতে পারে। এটি ১৪,৯৯৯ টাকার বিনিময়ে Flipkart, Amazon বা কোম্পানির ওয়েবসাইট থেকে সহজেই কেনা যাবে।

Ambrane PowerHub 200-এর মাধ্যমে কোন কোন ডিভাইস চার্জ করা যাবে?

অ্যামব্রেন পাওয়ারহাব ডিভাইসটিতে ৬০০০০ এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০০ ওয়াট পাওয়ার আউট সাপোর্ট করে। সংস্থাটি এটি এমন মানুষদের জন্য ডিজাইন করেছে যারা দীর্ঘ সময় বাইরে থাকেন অথবা ট্রাভেল করেন। তাই বাইরে থাকাকালীন আপনি নিজের ফোন ,ল্যাপটপ এবং ক্যামেরার মত একাধিক গ্যাজেট এই পোর্টেবল ডিভাইস দ্বারা চার্জ দিতে পারবেন। এমনকি, আপনি এর মাধ্যমে একটি মিনি ফ্রিজও অন রাখতে পারেন।

সংস্থাটির দাবি, এটি একসাথে একাধিক গ্যাজেট চার্জ করতে পারে এবং ডিভাইসটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৯ ঘন্টা। আর এটি সম্পূর্ণরূপে চার্জ হবার পর একটি মিনি ফ্রিজ দু’ঘণ্টা, ওয়াইফাই ১৮ ঘন্টা, একটি মিনি ফ্যান ৪ ঘন্টা এবং একটি টিভি ১ ঘন্টার জন্য চালানো যেতে পারে। এছাড়াও, এর মাধ্যমে আপনি ২ বারেরও বেশি ল্যাপটপ এবং ১১ বারের বেশি ক্যামেরা চার্জ দিতে পারবেন। আর কমপক্ষে ৫ বার আপনি আপনার আইপ্যাড চার্জ করতে পারবেন।

Ambrane PowerHub 200-এর স্পেসিফিকেশন

সম্পূর্ণরূপে ভারতে তৈরি এই ডিভাইসটির সাথে ৩৬৫ দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এর সাথে USB A, QC 3.0, DC এবং AC-এর মতো একাধিক চার্জিং অপশন পাওয়া যাবে। আবার এতে ডিজিটাল ব্যাটারি ইন্ডিকেটরও উপস্থিত, যা ব্যবহারকারীকে ডিভাইসের পাওয়ার স্ট্যাটাস সম্পর্কে অবহিত করবে। এগুলি ছাড়াও, এতে ইন্ট্রিগ্রেটেড এলইডি এবং এসওএস টর্চ দেওয়া হয়েছে, যা এমারজেন্সি অবস্থায় আপনার কাজে লাগতে পারে।

চিপসেট প্রোটেকশনের জন্য ডিভাইসটিতে একাধিক লেয়ার উপস্থিত, যা ডিভাইসটিকে ওভার চার্জিং, ওভার হিটিং ও শর্ট সার্কিটের সমস্যাগুলি থেকে রক্ষা করে এবং আপনি যাতে আপনার ডিভাইসগুলি নিরাপদে চার্জ করতে পারেন তা নিশ্চিত করে। অতএব, শক্তিশালী এবং পোর্টেবল এই ডিভাইসটি আপনি সহজেই ইনডোর অথবা আউটডোর অ্যাকটিভিটিতে ব্যবহার করতে পারেন।