অপেক্ষা শেষ, Google Pixel 5A আগামী ২৬ অগাস্ট দুর্দান্ত ডিসপ্লে ও ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

একটি প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে ইউজারেরা যে প্রিমিয়াম অভিজ্ঞতার আশা করেন, তা পুরোপুরি মেটাবে Google Pixel 6 সিরিজ। Google Pixel 6 লাইনআপের উপর থেকে পর্দা সরানোর পর এ কথাই টেক ব্লগারদের মুখে মুখে ঘুরছে। Pixel 6 ও Pixel 6 Pro ফোনে Qualcomm Snapdragon প্রসেসরের বদলে নিজের Tensor চিপসেট ব্যবহার করছে গুগল, যা গেম-চেঞ্জিং বলে অভিহিত করছে বিশ্বের টেকমহল।

যে স্পেকস ও ফিচার সহযোগে পিক্সেল ৬ সিরিজ আসছে, তাতে বর্তমান পিক্সেল ফোনগুলির তুলনায় পিক্সেল ৬ সিরিজের দাম উল্লেখযোগ্যভাবে বেশি রাখা হবে বলেই মনে করা হচ্ছে। তবে পিক্সেল লাইনআপে নতুন বাজেট স্মার্টফোনও আনতে চলেছে টেক জায়েন্টটি। আর মাত্র কয়েকটা দিন পরেই পিক্সেল এ (Pixel a) সিরিজের নতুন হ্যান্ডসেট হিসেবে আত্মপ্রকাশ করবে Google Pixel 5a।

Pixel 5a ফোন আনছে Google

লেটেস্ট রিপোর্ট অনুসারে ২৬ অগাস্ট গুগল পিক্সেল  ৫এ লঞ্চ হতে চলেছে। পিক্সেল ৫এ-তে থাকবে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, ৬০ হার্টজ – ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর, ৪৬৫০ এমএএইচ ক্যামেরা এবং ৬ জিবি র‌্যাম।

সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে আরও বলা হয়েছে, পিক্সেল ৫এ গত বছরের পিক্সেল ৫-এর ক্যামেরা কনফিগারেশন পাবে। সুতরাং, এর পিছনে ওআইএস (OIS)-সহ ১২.২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে। এছাড়া ওয়াটার ও ডাস্ট রেজিট্যান্সের জন্য আইপি৬৭ রেটিং-সহ আসবে Pixel 5a।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন