হোয়াটসঅ্যাপে প্রাইভেট চ্যাট কিভাবে লুকিয়ে রাখবেন, ডিলিট করার দরকার নেই

বর্তমান সময়ে ইন্স্ট্যান্ট মেসেজিং-এর জন্য সর্বাধিক জনপ্রিয় অ্যাপ হল WhatsApp। এই অ্যাপের উপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি যে, অফিস বা নিজেরদের জন্য সর্বদা ব্যবহার করে থাকি। ছবি বা ভিডিয়ো পাঠানো থেকে শুরু করে ভয়েস কল বা ভিডিও কল, সমস্ত কিছুর একটাই ঠিকানা- WhatsApp। তবে হোয়াটসঅ্যাপে আমরা কোন কোন সময় গোপন কিছুও শেয়ার করে থাকি। যেগুলো অন্য কেউ দেখুক আমরা চাইনা। সেক্ষত্রে আপনি হোয়াটসঅ্যাপের একটি ফিচার ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই কিভাবে মেসেজ ডিলিট না করেই হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখা যায়।

অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিভাবে WhatsApp চ্যাট হাইড করবেন

১. প্রথমেই WhatsApp অ্যাপটি খুলুন।
২. এবার যে চ্যাট কে আপনি গোপন করতে চান তার ওপর লং প্রেস করে রাখুন।
৩. এরপর উপরে আর্কাইভ অপশন (মিউট এর পাশে) দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
৪. আপনার ব্যক্তিগত চ্যাট এবার সুরক্ষিত।

আইফোনের ক্ষেত্রে কিভাবে WhatsApp চ্যাট হাইড করবেন

১. WhatsApp খুলে চ্যাট লিস্টে যান।
২. যে কনট্যাক্টের চ্যাট গোপন করতে চান সেটা ডানদিকে সোয়াইপ করুন।
৩. ডানদিকে সোয়াইপ করলেই আর্কাইভ অপশন দেখা যাবে। ওখানে ক্লিক করুন।
৪. আপনার চ্যাট এখন সুরক্ষিত।

হোয়াটসঅ্যাপে গোপন চ্যাট ফিরিয়ে আনার উপায়

১. গোপন চ্যাট ফিরিয়ে আনার জন্য প্রথমে WhatsApp খুলুন।
২. চ্যাট স্ক্রিনের একদম নীচে যান।
৩. এখানে আপনি Archived অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৪. Archived চ্যাটের উপর লং প্রেস করুন। এবার দেখতে পাবেন Unarchive অপশন। এখানে ক্লিক করুন।
৫. এই ভাবে আপনার গোপন চ্যাট ফেরত চলে আসবে।