Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23: স্যামসাংয়ের দুই ফোনের মধ্যে কড়া টক্কর, ফিচার ও দামে কে এগিয়ে

Samsung Galaxy S23 FE এবং পূর্বসূরি Samsung Galaxy S23 -এর মধ্যে কে এগিয়ে দেখে নিন

গত ৪ঠা অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করে Samsung ব্র্যান্ডিংয়ের লেটেস্ট FE বা ফ্যান এডিশন স্মার্টফোন Galaxy S23 FE। এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি Galaxy S23 সিরিজের চতুর্থ মডেল হিসাবে লঞ্চ হয়েছে। জানিয়ে রাখি, চলতি বছরের প্রথম কোয়ার্টারে আলোচ্য লাইনআপটি এদেশের বাজারে পা রাখার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফলে এখন প্রশ্ন হল নতুনের আগমনে সিরিজের বিদ্যমান মডেলগুলি কি জনপ্রিয়তা হারাবে? এর উত্তর পেতে আজ আমরা নয়া Samsung Galaxy S23 FE এবং পূর্বসূরি Samsung Galaxy S23 -এর দাম ও ফিচারের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে

Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23 : দাম

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই স্মার্টফোনকে ভারতে মোট দুটি স্টোরেজ অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম থাকছে ৫৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৪,৯৯৯ টাকা। এটিকে – গ্রাফাইট, পার্পল, মিন্ট, ও ক্রিম কালার অপশনে পাওয়া যাবে।

ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ স্মার্টফোনের দাম ৭৪,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই দাম ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের। আর উচ্চতর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম থাকছে ৭৯,৯৯৯ টাকা। এটি – ফ্যান্টম ব্ল্যাক, ক্রিম, সবুজ এবং ল্যাভেন্ডার কালার অপশনের সাথে এসেছে।

Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23 : ডিসপ্লে, সেন্সর

অ্যালুমিনিয়াম ফ্রেম সহ আসা স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই ফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন যুক্ত ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৩৪০x১,০৮০ পিক্সেল) AMOLED ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি সর্বোচ্চ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার ইউজারদের ডেটা নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ ৬.১-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডায়নামিক AMOLED ২এক্স ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যদিও এই রিফ্রেশ রেট ৪৮ হার্টজ পর্যন্ত কমানো যাবে। আবার গেম মোডে ডিভাইসের টাচ স্যাম্পলিং রেট থাকবে ২৪০ হার্টজ। তদুপরি সিকিউরিটি ফিচার হিসাবে এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।

Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‌্যাম, স্টোরেজ

উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য Samsung Galaxy S23 FE স্মার্টফোনের ভারতীয় সংস্করণে সংস্থার নিজস্ব এক্সিনস ২২০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজের সাথে এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ (One UI 5.1) কাস্টম স্কিন পাওয়া যাবে।

এদিকে Samsung Galaxy S23 ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৮ জিবি র‌্যাম ও সর্বাধিক ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OnUI 5.1) কাস্টম স্কিন দ্বারা চালিত।

Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23 : ক্যামেরা সেটআপ

ছবি তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১৩-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ (FOV) যুক্ত ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার, ৩এক্স অপটিক্যাল জুম ও OIS সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে এফ/২.৪ অ্যাপারচার এবং ৮০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী ৩০fps রেটে ৮কে ভিডিও রেকর্ড করতে সক্ষম। অন্যদিকে ডিভাইসের সামনে এফ/২.২ অ্যাপারচার ও ৮০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়।

Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23 : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং, ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি অনুসারে, ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটের মধ্যেই ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে ৩,৯০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২৫ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। প্রসঙ্গত এই ফোনে ওয়্যারলেস পাওয়ারশেয়ার (Wireless PowerShare) ফিচার উপস্থিত, যা অন্যান্য ফোনকেও চার্জ করতে সাহায্য করবে।

Samsung Galaxy S23 FE vs Samsung Galaxy S23 : পরিমাপ, রেটিং

Samsung Galaxy S23 FE স্মার্টফোন ৮.২ মিমি পুরু এবং এর ওজন ২০৯ গ্রাম। এটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং প্রাপ্ত।

Samsung Galaxy S23 স্মার্টফোন ৭.৬ মিমি পুরু এবং এর ওজন ১৬৮ গ্রাম। এটিও IP68 রেটিং সার্টিফাইড।