অত্যাধুনিক ফিচার সহ Motorola আনছে আধুনিক ঘড়ি Moto 360 (3rd Gen)

ফের একটি নতুন আধুনিক ঘড়ি চালু করে নিজের স্মার্টওয়াচ পোর্টফোলিও আরো প্রসারিত করতে চলেছে Motorola। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডটি খুব শীঘ্রই ভারতে একটি তৃতীয় প্রজন্মের স্মার্টওয়াচ লঞ্চ করবে এবং এই নতুন প্রোডাক্টটি সংস্থার ‘Moto 360’ রেঞ্জের অধীনে আসবে। ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ Motorola Moto 360 নামের এই স্মার্টওয়াচটির টিজার প্রকাশিত হয়েছে, যেখান থেকে এটির মূল স্পেসিফিকেশন এবং দামের বিশদ ফাঁস হয়েছে। মনে হচ্ছে এই অত্যাধুনিক ঘড়িটিতে সার্কুলার বা গোল ডায়াল ডিজাইন থাকবে এবং এটির দাম সাধারণ স্মার্টওয়াচের তুলনায় কিছুটা বেশিই হবে। আসুন একনজরে দেখে নেওয়া যাক নতুন Motorola Moto 360 স্মার্টওয়াচের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কিত তথ্য।

Motorola Moto 360 Smartwatch (3rd Gen)-এর স্পেসিফিকেশন, ফিচার :

Flipkart-এর লিস্টিং অনুযায়ী, Motorola-র এই নতুন স্মার্টওয়াচটি ১.২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লেসহ আসবে, যাতে ৩৯০×৩৯০ পিক্সেল রেজোলিউশন এবং বিশেষ স্ক্র্যাচ সুরক্ষা ব্যবস্থা থাকবে। আবার এটির স্টেইনলেস স্টিল নির্মিত সার্কুলার ডায়ালের ডান প্রান্তে থাকবে দুটি বোতাম। এক্ষেত্রে ক্রেতারা ঘড়িটির দুটি কালার ভ্যারিয়েন্ট পাবেন, যেখানে রোজ গোল্ড ডায়াল-গ্রে ট্র্যাপ এবং ব্ল্যাক ডায়াল-ব্ল্যাক ট্র্যাপ বিকল্প হিসেবে থাকবে।

মোটোরোলা মোটো ৩৬০ স্মার্টওয়াচে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এতে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ওয়্যার ৩১০০ এসওসির এবং এটি গুগলের WearOS-এর সাহায্যে চলবে। ইউজাররা অ্যান্ড্রয়েড ৬ বা পরবর্তী ওএস যুক্ত (গো সংস্করণ বাদে) যেকোনো স্মার্টফোনের সাথে স্মার্টওয়াচটিকে কানেক্ট করতে পারবেন। এর ওজন এবং পরিমাপ হবে যথাক্রমে ৫২ গ্রাম এবং ১১.৬৪ মিলিমিটার।

কার্যকারিতার কথা বললে, Moto 360, ৬০ মিনিট অর্থাৎ ১ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে এবং পুরো এক দিনের ব্যাটারি লাইফ সরবরাহ করবে বলে জানা গিয়েছে। আবার এটিতে হেল্থ এবং ফিটনেস সম্পর্কিত একাধিক ফিচার থাকবে, ফলে এটি হার্ট রেট মনিটরিং, স্টেপ কাউন্টিং, ক্যালোরি কাউন্টিং জাতীয় একাধিক সুবিধা দেবে। আবার এই স্মার্টওয়াচ ৩০ মিটার অবধি জল প্রতিরোধের ক্ষমতা সহ আসবে। ঘড়িটির কানেক্টিভিটি অপশনের মধ্যে থাকবে ব্লুটুথ ৪.২, ওয়াই-ফাই বি/জি/এন, এনএফসি, জিপিএস, গ্লোনাস, বৈদু, গ্যালিলিও ইত্যাদি।

Motorola Moto 360 (3rd Gen)-এর দাম এবং লভ্যতা:

এই স্মার্টওয়াচটি ফ্লিপকার্টে ১৯,৯৯৯ টাকা বিনিময়ে বিক্রি হবে বলে তালিকাবদ্ধ রয়েছে। তবে ঠিক কবে এটি লঞ্চ হবে বা কবে থেকে এটি কেনার জন্য উপলব্ধ হবে তা এখনো জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন