রোজ ২ জিবি পর্যন্ত ডেটা ও কল, Jio, Airtel, Vi-এর ৫০০ টাকার কমে সেরা প্রিপেইড প্ল্যান দেখে নিন

বর্তমান ডিজিটাল যুগে দৈনিক জীবনযাপনের জন্য রিচার্জ প্ল্যানগুলির গুরুত্ব যে কতখানি, তা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। আনলিমিটেড ভয়েস কল, ডেটা বেনিফিট, এসএমএস করার সুবিধার পাশাপাশি এখনকার দিনের রিচার্জ প্ল্যানগুলির সাথে OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেসও মেলে। তবে এই সবকিছুর মধ্যে কোন প্ল্যানে কতটা ডেটা পাওয়া যাবে সেটাই যেন আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা অবসর সময় কাটাতে এটাই তো সবচেয়ে বেশি কাজে লাগে। এছাড়া করোনা মহামারী পরিস্থিতি আগের থেকে এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও, প্রচুর মানুষ এখনও বাড়িতে থেকেই কাজ করছেন। আবার শিক্ষার্থীরাও (বিশেষ করে স্কুল পড়ুয়ারা) অনলাইন পঠনপাঠন সমান তালে চালিয়ে যাচ্ছে। তাই সব মিলিয়ে প্রতিদিনের জন্য ইন্টারনেটের বিপুল চাহিদা থেকেই গেছে।

কিন্তু দেশের সুপরিচিত তিনটি প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি, অর্থাৎ Reliance Jio (রিলায়েন্স জিও), Bharti Airtel (ভারতী এয়ারটেল), এবং Vodafone Idea বা Vi (ভোডাফোন আইডিয়া বা ভিআই) তাদের প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির দাম ২০% থেকে ২৫% পর্যন্ত বাড়ানোয় অস্বস্তিতে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। কিন্তু তা সত্ত্বেও রিচার্জ প্ল্যান ও সেইসাথে ডেটার চাহিদা তো এখনও আমাদের দৈনিক জীবনযাপনের জন্য অনিবার্য। এমত পরিস্থিতিতে অনলাইনে কাজ, পড়াশোনা করা বা নেটপাড়ায় সময় কাটানোর জন্য যদি আপনার রোজ ১.৫ জিবি বা ২ জিবি ডেটার প্রয়োজন হয়, এবং রিচার্জ করার জন্য আপনার বাজেট হয় সর্বোচ্চ ৫০০ টাকা, তাহলে আজ আমরা এই প্রতিবেদনে আপনার Jio, Airtel ও Vodafone Idea-র এমন কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা বলব, যেগুলির সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার জন্য রিচার্জ অপশন বেছে নেওয়া অনেক সহজ হয়ে যাবে।

Jio-র ২৩৯ টাকার প্রিপেইড প্ল্যান

জিও-র এই রিচার্জ প্ল্যানে ২৮ দিনের জন্য আনলিমিটেড কলিং, রোজ ১০০ টি এসএমএস, এবং প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত বেনিফিট হিসেবে গ্রাহকরা JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

Airtel-এর ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ টি এসএমএস এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়। এছাড়া Airtel Xstream, Amazon Prime Video Mobile Edition, এবং Free Hellotunes-এর সাবস্ক্রিপশনও উপলব্ধ।

Jio-র ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি ৫৬ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা অফার করে, যার সাথে থাকে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি এসএমএসের সুবিধা। অতিরিক্ত বেনিফিট হিসেবে গ্রাহকরা এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

Airtel-এর ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

এই প্ল্যানে ৫৬ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও রোজ ১০০টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়। এছাড়া Amazon Prime Video Mobile Edition, Wynk Music, এবং Free Hellotunes-এর সাবস্ক্রিপশনের মতো অতিরিক্ত বেনিফিটও এই প্ল্যানে পাওয়া যাবে।

Vi-এর ৪৭৯ টাকার প্রিপেইড প্ল্যান

ভোডাফোন আইডিয়ার এই প্রিপেইড প্ল্যানটি জিও এবং এয়ারটেলের রিচার্জ প্ল্যানের অনুরূপ। এই প্ল্যানে ৫৬ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস, এবং রোজ ১.৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া প্ল্যানটির এক্সট্রা বেনিফিটগুলির মধ্যে রয়েছে বিঞ্জ অল নাইট ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার, এবং Vi movies and TV-এর বিনামূল্যে অ্যাক্সেস।