Reliance Jio গ্রাহক হলে অবশ্যই জেনে নিন, এই প্ল্যানগুলিতে পাবেন রোজ ১ জিবি‌ ডেটা

গত নভেম্বরে (২০২১) দেশের বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি তাদের পরিষেবা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে সংস্থাগুলির কোটি কোটি উপভোক্তা বর্তমানে আগের থেকে অনেক বেশি টাকার বিনিময়ে প্রয়োজনীয় প্ল্যান রিচার্জে বাধ্য হচ্ছেন। এমতাবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত গ্রাহকের ডেটা চাহিদা তুলনামূলকভাবে কম তারা রিচার্জ প্ল্যানের পিছনে বাড়তি খরচ করতে দ্বিধা বোধ করেন। সেক্ষেত্রে দৈনিক ১ জিবি ডেটা সুবিধার সঙ্গে আগত প্ল্যান রিচার্জ করা এদের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত হতে পারে।

উল্লেখ্য, এই মুহূর্তে Reliance Jio, Airtel এবং Vi সকলেই গ্রাহকদের দিন পিছু ১ জিবি ডেটা সুবিধা সহ উপলব্ধ একাধিক রিচার্জ প্ল্যান অফার করে থাকে। তবে এই প্রতিবেদনে আমরা মূলত Reliance Jio -র এই ধরনের প্ল্যান সম্পর্কেই আলোচনা করবো। সুতরাং দেরি না করে আসুন প্ল্যানগুলি দেখে নেওয়া যাক।

দৈনিক ১ জিবি ডেটা সুবিধার সাথে আগত Reliance Jio প্রিপেইড প্ল্যান

এ প্রসঙ্গে শুরুতেই আমরা ১৪৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানের কথা আলোচনা করতে পারি। এই প্ল্যান মোট ২০ দিনের ভ্যালিডিটি সহ বিদ্যমান। এটি দিন পিছু ১ জিবি (GB) ডেটা, ১০০ এসএমএস এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা প্রদান করবে। দৈনিক এফইউপি (FUP) ডেটা সীমা অতিক্রম করলে এখানে ইন্টারনেট দ্রুততা ৬৪ কেবিপিএসে (Kbps) নেমে আসবে।

এরপরেই ১৭৯ টাকার জিও প্রিপেইড প্ল্যানের কথা উল্লেখ করতে হয়। এটি মোট ২৪ দিনের পরিষেবা মেয়াদে উপলব্ধ। এই প্ল্যান বেছে নিলেও দিনে ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা মিলবে। এছাড়া প্ল্যানটি বিভিন্ন Jio Apps -এর সাবস্ক্রিপশন প্রদান করবে।

পরিশেষে জিও’র ২০৯ টাকার প্রিপেইড প্ল্যানের কথা বলা জরুরি। ২৮ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ এই প্ল্যান রিচার্জ করলে দিন প্রতি ১ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা মিলবে। এই প্ল্যানের আওতায় এফইউপি ডেটা নিঃশেষের পর ৬৪ কেবিপিএস (Kbps) গতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে।