মাত্র 44,000 টাকায় মিনি ইলেকট্রিক স্কুটার, ফুল চার্জে একটানা চলতে পারে 70 কিমি

বর্তমানে ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে উপলব্ধ মডেলের নাম বলে শেষ করার মতো নয়। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! কোনটা ছেড়ে কোনটা কিনবো, এই ভেবেই বিভ্রান্তির শেষ থাকে না ক্রেতাদের। সঠিক তথ্যের অভাবে অনেক সময়ই নতুন টু-হুইলার কেনার পরও, তা মনের মতো হয় না। ফলে পড়তে হয় বিড়ম্বনায়। আজকের এই প্রতিবেদনে আমরা এমন এক ইলেকট্রিক স্কুটারের খোঁজ দিতে চলেছি যা নিত্যদিনের কাছেপিঠে চলাচলের জন্য আদর্শ মাধ্যম হয়ে উঠতে পারে। যার নাম – Gemopai Miso।

Gemopai Miso ডিজাইন ও কালার

২০২০ সালে জেমোপাই (Gemopai) কম দামে এই মিনি ই-স্কুটার লঞ্চ করেছিল। যার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের পথ চলার অভিজ্ঞতার সংজ্ঞা বদলানো। ক্লাসিক স্টাইলের মোপেড-লুকের এই Miso-র ওজন মাত্র ৪৫ কেজি। একটাই আসনের এই দু’চাকা হোম ডেলিভারির কাজেও লাগানো যাবে। সামনে রয়েছে অনন্য দর্শনের এলইডি লাইট। ইলেকট্রিক স্কুটার টি চারটি কালার অপশনে বেছে নেওয়া যায় – ডিপ স্কাই ব্লু, সানসেট অরেঞ্জ, লুসিয়াস গ্রীন ও ফিয়েরি রেড।

Gemopai Miso স্পেসিফিকেশন

Miso-তে উপস্থিত একটি ২৫০ ওয়াট ক্ষমতার হাব মাউন্টেড মোটর এবং ৪৮ ভোল্ট ১৭.৫ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। সম্পূর্ণ চার্জে এটি ৬০ থেকে ৭০ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। এর উভয় চাকায় ড্রাম ব্রেক রয়েছে। ২৫ কিলোমিটার প্রতি ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটিতে ৩ বছরের ওয়ারেন্টি অফার করছে জেমোপাই।

Gemopai Miso ফিচার্স ও দাম

Gemopai Miso-তে কোন বডি প্যানেল না থাকা সত্ত্বেও এতে রয়েছে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প, এলইডি টার্ন ইন্ডিকেটর এবং ডিজিটাল স্পিডোমিটার। লাগেজ ক্যারিয়ার লাগানোর জন্য আরেকটি ভ্যারিয়েন্টেও পাওয়া যায় এটি। সর্বোচ্চ ১২০ কিলো পর্যন্ত ওজন নিতে সক্ষম। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৩ ঘন্টা সময় নেয়। দাম শুরু ৪৪,০০০ টাকা থেকে (এক্স-শোরুম)।