পতনের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়াল Bajaj, বাইকের বিক্রি বাড়ল 59%

করোনার ক্ষত কাটিয়ে দেশের গাড়ি শিল্প যে ক্রমশ চাঙ্গা হচ্ছে, তা গত মাসের চাহিদা দেখে স্পষ্ট। এপ্রিল বা ২০২১-এর মে মাসের তুলনায় গাড়ির বিক্রিবাটা বেড়েছে প্রায় সব সংস্থার। বিগত কয়েক মাস ধরে ধুকতে থাকলেও মে-তে ইতিবাচক বৃদ্ধির হার দেখল বাজাজ অটো (Bajaj Auto)। গত মাসে ভারতে ৯৬,১০২টি মোটরসাইকেল বেচেছে পালসার নির্মাতা।

তুলনাস্বরূপ, ২০২১-এর মে মাসে ৬০,৩৪২টি দু’চাকা  গাড়ি বেচেছিল বেচেছিল বাজাজ। আর ২০২২-এর এপ্রিলে বাজাজের ৯৩,২৩৩ ইউনিট বিক্রি হয়েছে। তবে রপ্তানি কমেছে। গত মাসে বাইরে ১,৫৩,৩৯৭টি টু-হুইলার পাঠিয়েছে বাজাজ। গত বছরের একই সময়ের চেয়ে ২৬,৮১৫ ইউনিট কম।

প্রসঙ্গত, সম্প্রতি বাজাজ তাদের 250cc মোটরসাইকেলের দাম বাড়িয়েছে। আবার সংস্থার একমাত্র স্কুটার চেতক লঞ্চ হয়েছে আরও একটি শহরে। এপ্রিলে বাজাজ তাদের অন্যতম জনপ্রিয় কমদামী মডেল CT 100 বাজার থেকে তুলে নিয়েছে। বাইকটি তার মাইলেজের জন্য বিখ্যাত ছিল।

এদিকে খুশির খবর হল, চলতি মাসেই বাজারে আসছে পালসারের নতুন মডেল। গত বছর লঞ্চ হওয়া Pulsar N250 (থেকে) অনুপ্রেরণা নিয়ে ১৬০ সিসির নতুন মোটরসাইকেল নিয়ে আসছে তারা। বর্তমানে ১৬০ সিসি নেকেড পালসারের এক্স-শোরুম দাম ১ লাখ ২২ হাজার টাকা থেকে শুরু‌। নতুন মডেলের দাম হাজার পাঁচেক বেশি হতে পারে‌।