ছাপরি বলে কেউ আর টিজ করবে না! নতুন লুকে চোখ ধাঁধাতে হাজির 2024 KTM Duke 250

KTM মানেই তরুণ প্রজন্মের ক্রাশ। ইঞ্জিনের অনন্য মধুর শব্দ, আর পাঁচটা মডেলের থেকে এগুলিকে আলাদা করে। ক্রেতাদের উন্মাদনা বজায় রাখতে এবারে কেটিএম ইন্ডিয়া (KTM India) তাদের 250 Duke বাইকটি আকর্ষণীয় রঙে হাজির করল। নয়া কালার অপশন রাশভারি নামকরণ করার বদলে ব্ল্যাক এবং ব্লু নামে খুব সাধারণ শব্দে লঞ্চ করা হয়েছে। দাম 2.40 লাখ টাকা (এক্স-শোরুম)।

KTM 250 Duke ভারতে নতুন কালার অপশনে হাজির

বিশেষজ্ঞদের একাংশের মতে KTM 250 Duke-এর আদি ঘরানা সেরামিক হোয়াইট এবং ইলেকট্রনিক অরেঞ্জের তুলনায় নয়া কালার অপশনটি আরও বেশি আকর্ষণীয়। এই স্ট্রিট নেকেড বাইকের ফুয়েল ট্যাঙ্ক, হেডলাইট কাউল সমেত সাইডের বিভিন্ন প্যানেলে ডার্ক ব্লু কালার করা হয়েছে। যেখানে ট্যাঙ্ক এক্সটেনশন ও পেছনের মাঝামাঝি অংশে দেওয়া হয়েছে ব্ল্যাক পেইন্ট।

তবে অ্যালয় হইলে কেটিএম-এর আদি অরেঞ্জ কালার পরিলক্ষিত হয়েছে। এতে লুকসে যে নতুন মাত্রা যোগ হয়েছে, সে কথা অস্বীকার করার জো নেই। সব মিলিয়ে নতুন কালার অপশনের KTM 250 Duke-এর থেকে চোখ ফেরানো দায়। রংয়ের বিকল্প ছাড়া কারিগরিতে কোনরকম পরিবর্তন ঘটানো হয়নি।

KTM 250 Duke পূর্বের মতই একটি 249.07 সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। এটি থেকে 9,250 আরপিএম গতিতে 30.57 বিএইচপি শক্তি এবং 7,250 আরপিএম গতিতে 25 এনএম টর্ক উৎপন্ন হয়। বাজারে বাইকটির একমাত্র প্রতিপক্ষ হিসেবে রয়েছে TVS Apache RTR 310।