Samsung আনছে One UI 3.0, ফুল স্ক্রিন ভিডিও কল ছাড়াও থাকবে এই ফিচার

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি Samsung এইমুহূর্তে বেশ কয়েকটি ফোনে One UI 3.0 এর বিটা টেস্টিং শুরু করেছে। যদিও কোম্পানি তাদের এই মোবাইল সফটওয়্যারকে এখনও অফিসিয়ালি লঞ্চ করেনি। প্রতিবারই কোম্পানি Samsung Developer Conference এ তাদের নতুন সফটওয়্যার কে সামনে আনে, কিন্তু এবছর তা সম্ভব হয়নি। তবে কোম্পানি একটি ডেডিকেটেড পেজ তৈরী করে One UI 3.0 তে কি নতুন ফিচার থাকবে তা জানিয়েছে।

প্রসঙ্গত Samsung One UI 3.0 হল অ্যান্ড্রয়েড ১১ বেসড কাস্টম স্কিন। ইতিমধ্যেই কয়েকটি ফ্ল্যাগশিপ ফোনে বিটা ভার্সন হিসাবে এটি উপলব্ধ আছে। যদিও সব দেশের ইউজাররা এখনও এই কাস্টম স্কিন ব্যবহার করতে পারছেনা। এমনকি স্যামসাং এখনও জানায়নি, নতুন এই মোবাইল সফটওয়্যারের আপডেট কোন ফোনে কখন আসবে।

স্যামসাংয়ের মালয়েশিয়ান ওয়েবসাইট থেকে One UI 3.0 এর মুখ্য ফিচার সহ সম্ভাব্য রোডম্যাপ জানানো হয়েছে। যেমন জানা গেছে, নভেম্বর থেকে এই নতুন আপডেট উপলব্ধ হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এর স্টেবল ভার্সন (বিটা ভার্সনের পর) লঞ্চ করা হবে।

One UI 3.0 এর ফিচার

ফিচারের কথা বললে নতুন এই কাস্টম স্ক্রিনের কুইক প্যানেলে অ্যান্ড্রয়েড ১১ এর মিডিয়া কন্ট্রোল ফিচার থাকবে। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই একাধিক অ্যাপ্লিকেশন থেকে মিউজিক / ভিডিও প্লেব্যাকের মধ্যে স্যুইচ হতে পারবেন। এছাড়াও বেশি কনটেন্ট দেখানোর জন্য নোটিফিকেশন শেড কে রিডিজাইন করা হয়েছে। আবার ডিফল্ট ফোন অ্যাপে ফুল স্ক্রিন ভিডিও ভিডিও কল সাপোর্ট থাকবে।

এছাড়াও One UI 3.0 তে পাবেন বিভিন্ন স্ক্রিন সাইজ। এই ফিচার Galaxy Z Fold 2 এর মত ফোনগুলির জন্য ভালো হবে। এছাড়াও এই কাস্টম স্কিনে থাকবে ডুয়েল প্রিভিউ ও রিয়ার ক্যাম সেলফি ফিচার। আবার নতুন এই ইউআই এর লক স্ক্রিন ফ্রেশ রাখতে, ৫টি নতুন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে, যার মধ্যে আছে ডাইনামিক ওয়ালপেপার ও ১০ পর্যন্ত গণনা।