৪ হাজার টাকা সস্তা Redmi K50i 5G, ফাটাফাটি ফিচারের ফোনের উপর লোভনীয় অফার

Croma তাদের ‘Early Bird’ সেলের অংশ হিসাবে Redmi K50i 5G স্মার্টফোনকে আকর্ষণীয় অফারের সাথে বিক্রি করার ঘোষণা করলো। গত জুলাই মাসে আলোচ্য ডিভাইসটিকে ২৫,৯৯৯ টাকার প্রারম্ভিক প্রাইজ ট্যাগের সাথে লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে উক্ত রিটেল সাইটে চলমান সেলের দৌলতে ফোনটিকে ৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সাথে তুলনায় সস্তায় পকেটস্থ করে নিতে পারবেন আপনারা। Redmi K50i 5G ফোনের সাথে উপলব্ধ অফারের বিষয়ে বিশদে জানতে আমাদের এই প্রতিবেদন পড়ুন।

Redmi K50i 5G এর দাম ও অফার

ভারতে রেডমি কে৫০আই ৫জি ফোনকে দুটি ভিন্ন স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছিল। যার মধ্যে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। আর, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ২৮,৯৯৯ টাকায় এসেছে।

কিন্তু ক্রোমায় চলমান ‘আর্লি বার্ড’ সেলে, কে৫০-সিরিজের এই স্মার্টফোনকে ফ্লাট ১,০০০ টাকার ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত করা হয়েছে৷ আবার, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ১০% বা ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট হস্তগত করতে পারবে। এছাড়াও, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।

উল্লেখিত অফারগুলির পর উভয় স্টোরেজ ভ্যারিয়েন্টকে যথাক্রমে ২১,৯৯৯ টাকা এবং ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এটি তিনটি আকর্ষণীয় কালার অপশনে এসেছে, যথা – কুইক সিলভার, ফ্যান্টম ব্লু এবং স্টিলথ ব্ল্যাক।

Redmi K50i 5G -এর স্পেসিফিকেশন

রেডমি কে৫০আই ৫জি স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ সাত-স্তরীয় রিফ্রেশ রেট, ২৭০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৬৫০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং এইচডিআর ১০ টেকনোলজি সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ অক্টা-কোর প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে, ৮ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজ মিলবে। এই ফোনে একটি লিকুইড কুলিং ২.০ প্রযুক্তি রয়েছে, যাতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য একটি ভেপার কুলিং (ভিসি) চেম্বার বর্তমান।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Redmi K50i 5G ফোনে LED ফ্ল্যাশ লাইট সমেত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬পি লেন্স যুক্ত ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে – ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.৩, জিপিএস/ এ-জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট, এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য Redmi K50i 5G ফোনে ৫,০৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP53 রেটিং প্রাপ্ত। এর পরিমাপ ১৬৩.৬৪x৭৪.২৯x৮.৮৭ মিমি এবং ওজন ২০০ গ্রাম।