Motorola Edge 30 Pro 5G লঞ্চ হতে আর মাত্র ক’দিন বাকি, ডিসপ্লে থেকে প্রসেসর, ক্যামেরাও বাদ গেল না, ফাঁস সমস্ত তথ্য

মটোরোলা গত বছরের ডিসেম্বরে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে চীনে বিশ্বের প্রথম Qualcomm Snapdragon 8 Gen 1 ফ্ল্যাগশিপ প্রসেসরের স্মার্টফোন, Moto Edge X30 লঞ্চ করেছিল। আবার প্রিমিয়াম হ্যান্ডসেটটির রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে Motorola Edge 30 Pro গ্লোবাল মার্কেটে আগামী সপ্তাহেই পা রাখতে চলেছে। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, আগামী ২৪ ফেব্রুয়ারি একটি লঞ্চ ইভেন্টে ডিভাইসটির আত্মপ্রকাশ ঘটবে। এখন একটি নতুন রিপোর্টে Motorola Edge 30 Pro 5G-এর সমগ্র স্পেসিফিকেশনগুলি প্রকাশ করা হয়েছে। তাতে কী কী তথ্য উঠে এল, সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।

মটোরোলা এজ ৩০ প্রো ৫জি সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Edge 30 Pro 5G Expected Specifications)

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, মটোরোলা এজ ৩০ প্রো ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর ১০+(HDR10+) অফার করবে। এছাড়া ডিভাইসটিতে কর্নিং গরিলা গ্লাস ৫ সুরক্ষা থাকবে এবং একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে।

Motorola Edge 30 Pro 5G কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে এবং এটি ৮ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১২৮ জিবি ইউএফএস ৩.১ অনবোর্ড স্টোরেজের সাথে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই আপকামিং ফোনে ৬৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, মটোরোলা এজ ৩০ প্রো ৫জি-এর রিয়ার প্যানেলে এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৫০এ৪০ প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে। এর সাথে যুক্ত থাকবে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এছাড়া, ফোনের সামনে সেলফির জন্য ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মটোরোলা এজ ৩০ প্রো ৫জি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাই ইউআই (MyUI) কাস্টম স্কিনে চলবে। এটি ২ বছরের অপারেটিং সিস্টেমের আপগ্রেড পাবে বলে জানা যাচ্ছে। তাই ভবিষ্যতে এটি অ্যান্ড্রয়েড ১৩ এবং অ্যান্ড্রয়েড ১৪ ভার্সনেও আপডেট হবে। সর্বোপরি এই ফোনে কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে- ওয়াইফাই ৬ই, ১৩টি ব্যান্ড সহ ৫জি, ব্লুটুথ ভি৫.২, এবং জিপিএস।

উল্লেখ্য, পূর্বে একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Motorola Edge 30 Pro 5G-এর দাম ৪৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকার মধ্যেই ধার্য করা হবে।