Huawei Nova 9 SE লঞ্চ হল 108MP ক্যামেরার সাথে, রয়েছে 90hz ডিসপ্লে ও 66W ফাস্ট চার্জিং সাপোর্ট

Huawei গত বছরের সেপ্টেম্বরে আকর্ষণীয় ফিচারের সাথে Nova 9 5G এবং Nova 9 Pro 5G মডেলের স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল। আর এখন সেই Nova 9 সিরিজের অধীনেই এক নতুন হ্যান্ডসেট লঞ্চ করল তারা। আরও সস্তা Huawei Nova 9 SE মডেল নিয়ে এসেছে সংস্থাটি, যাতে ব্যবহার করা হয়েছে Snapdragon 680 4G প্রসেসর। ডিভাইসটির সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

Huawei Nova 9 SE স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে নোভা ৯ এসই ৬.৭৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা ১০৮০x২৩৮৮ পিক্সেলের এইচডি রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। হুয়াওয়ে নোভা ৯ এসই-এর পাঞ্চ হোলের ভিতরে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Huawei Nova 9 SE স্মার্টফোনের ব্যাক প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান‌। প্রাইমারি ক্যামেরা ।১০৮ মেগাপিক্সেলের। এছাড়াও, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে। ডিভাইসটির অভ্যন্তরে স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি প্রসেসর বর্তমান।

Huawei Nova 9 SE সংস্থার অন্যান্য হ্যান্ডসেটের মতো গুগলের পরিষেবা ছাড়াই এসেছে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। হুয়াওয়ে নোভা ৯ এসই-তে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য মিলবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Huawei Nova 9 SE দাম

হুয়াওয়ে নোভা ৯ এসই চীন ও মালয়েশিয়ায় লঞ্চ হয়েছে‌। কিন্তু দেশগুলোতে ফোনটির দাম কত রাখা হয়েছে, তা এখনও জানা যায়নি। একটি রিটেলার সাইটের লিস্টিং অনুযায়ী, হুয়াওয়ে নোভা ৯ এসই ক্রিস্টাল ব্লু, পার্ল হোয়াইট, এবং মিডনাইট ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ।