অসময়ের Sale! আগামী চারদিনের জন্য সস্তা হল OnePlus-এর সমস্ত ফোন, পাবেন 10000 টাকা পর্যন্ত ছাড়

চীনা টেক ব্র্যান্ড OnePlus ভারতের বাজারে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে এই সংস্থার প্রিমিয়াম, মিডরেঞ্জ কিংবা বাজেট রেঞ্জ – সমস্ত সেগমেন্টের ফোনই বলতে গেলে অধিকাংশ ক্রেতার প্রথম পছন্দ। সেক্ষেত্রে ক্রেতাদের এই ভরসাকে সম্মান জানাতে এবং অবশ্যই তাদের আকর্ষিত করতে কোম্পানিটি আজ থেকে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon-এর সাথে হাত মিলিয়ে বিশেষ ‘Power up Days with OnePlus’ শুরু করেছে, যা আগামী 20 এপ্রিল পর্যন্ত অর্থাৎ আজ থেকে পরবর্তী 4 দিন লাইভ হবে।

সুবিধার বিষয় এটাই যে, এই সেলে ওয়ানপ্লাসের অধিকাংশ স্মার্টফোনে ব্যাঙ্ক অফার বা কুপন ডিসকাউন্ট মিলিয়ে হাজার টাকা টাকা ছাড় পাওয়া যাবে। এই প্রতিবেদনে আমরা ‘পাওয়ার আপ ডেজ উইথ ওয়ানপ্লাস’ সেলের বেশ কয়েকটি সেরা অফারের হদিশ দেব।

চলতি সেলে এই দুর্দান্ত OnePlus ফোনগুলি ছাড়ে পাবেন

১. OnePlus Nord CE3 Lite 5G: 19,999 টাকার এই ফোনটি এখন অ্যামাজন থেকে সেলে 16,499 টাকার কার্যকর মূল্যে কেনা যেতে পারে (ব্যাঙ্ক অফারসহ)।

এতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.72 ইঞ্চি ফুল-এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, 67 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

২. OnePlus Nord CE3 5G: এই ফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি 26,999 টাকায় লঞ্চ হলেও অ্যামাজনে সাধারণত 24,999 টাকায় বিক্রি হয়। আবার এখন এটি 22,999 টাকায় মিলছে।

ফিচার বলতে এতে 120 হার্টজ 6.7 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 782জি প্রসেসর, 80 ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল সনি আইএমএক্স প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।

৩. OnePlus Nord CE4 5G: 8 জিবি ও 128 জিবি স্টোরেজ বিশিষ্ট এই লেটেস্ট ফোনটি এখন 24,999 টাকার বদলে 23,499 টাকায় কেনার সুযোগ রয়েছে।

এতে 120 হার্টজ 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং, 5,500 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরার মতো ফিচার রয়েছে।

৪. OnePlus Nord 3 5G: এখন এই ফোনের দাম পড়বে 26,999 টাকা, যদিও এর লঞ্চ প্রাইস 33,999 টাকা।

স্মার্টফোনটিতে 120 হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেটযুক্ত 6.74 ইঞ্চি সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর, 80 ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ আছে।

৫. OnePlus 11R 5G: এই ফোনটি এখন অফারে 31,999 টাকায় পাবেন, এর আসল দাম 39,999 টাকা।

এতে পাবেন 120 হার্টজ 6.74 ইঞ্চি কার্ভড সুপার ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৬. OnePlus 12R 5G: এই ফোনটির দাম 39,999 টাকা, তবে অফারে এটি 38,999 টাকায় মিলবে।

এতে রয়েছে 120 হার্টজ 6.74 ইঞ্চি 1.5K এলটিপিও প্রো-এক্সডিআর অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

৭. OnePlus 11: এটি 56,999 টাকার পরিবর্তে 46,999 টাকায় পাবেন।

ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চি কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন।

৮. OnePlus 12: এই স্মার্টফোনটির প্রারম্ভিক দাম এমনিতে 64,999 টাকা, তবে অ্যামাজনে এখন এটি 62,999 টাকায় উপলব্ধ।

এতে আছে 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটযুক্ত 6.8 ইঞ্চি 2K ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, 100 ওয়াট ফাস্ট চার্জিং, 5,400 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

৯. OnePlus Open: 1,39,999 টাকা মূল্যের এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি সেলে 1,34,999 টাকার কার্যকর মূল্যে কেনা যাবে।

এই ওয়ানপ্লাস ফোনটিতে 7.82 ইঞ্চি মেইন ডিসপ্লে ও 6.31 ইঞ্চি কভার স্ক্রিন, স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফি-ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল মেইন ফ্রন্ট ক্যামেরা ও 32 মেগাপিক্সেল সেকেন্ডারি বা আউটার ফ্রন্ট ক্যামেরা বর্তমান।