Jio, Airtel যে কাজ পারেনি তাই করে দেখাচ্ছে BSNL, আসছে সম্পূর্ণ দেশীয় 4G পরিষেবা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ই আগস্ট (২০২২) BSNL ভারতের একমাত্র টেলকো হিসেবে সম্পূর্ণ স্বদেশী প্রযুক্তির উপরে নির্ভরশীল তাদের নিজস্ব 4G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে। দেরিতে হলেও এই সাফল্য ভবিষ্যতে BSNL -এর জন্য অসংখ্য সম্ভাবনার জন্ম দিতে পারে। বলা বাহুল্য, Reliance Jio, Airtel কিংবা Vi প্রমুখ দেশের প্রথম সারির বেসরকারি টেলিকম অপারেটরেরা আমাদের দেশীয় প্রযুক্তির উপরে নির্ভরশীল 4G পরিষেবা উপহার দিতে পারেনি। সেক্ষেত্রে গিয়ার ভেন্ডর হিসেবে তারা কখনও Nokia বা Ericsson -এর মতো ইউরোপীয়, আবার কখনও দক্ষিণ কোরীয় Samsung -এর মতো সংস্থাকে বেছে নিতে বাধ্য করেছে। কিন্তু বেসরকারি টেলকোগুলির অসাধ্য কাজই এবার করে দেখাতে চলেছে রাষ্ট্রীয় BSNL, যা তামাম দেশবাসীর জন্য খুবই খুশির সংবাদ।

আসলে পুরোপুরি দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে প্রস্তুত 4G নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা একটি তুলনামূলক ব্যয়সাধ্য প্রক্রিয়া। তাছাড়া একাজে অনেক বেশি পরিমাণ সময়ের দরকার। তাই সর্বাগ্রে মুনাফার ভাবনায় ব্যস্ত বেসরকারি টেলকোরা এই পথে 4G নেটওয়ার্ক রোলআউটে অগ্রসর হয়নি। অথচ সিদ্ধান্তে অবিচল থেকে শেষ পর্যন্ত বিএসএনএল একাজে সফল হতে চলেছে।

5G বা তার পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক স্থাপনে দেশীয় প্রযুক্তিকে কাজে লাগাতে পারবে অন্যান্য টেলকোগুলি

বর্তমানে একথা হয়তো সকলেরই জানা যে দেশীয় প্রযুক্তি-নির্ভর 4G পরিষেবা চালুর ক্ষেত্রে প্রথম থেকেই বিএসএনএলের পাশে থেকেছে স্বনামধন্য টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস (TCS) এবং সেন্টার ফর ডেভলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সি-ডট (C-DoT)। এই সংস্থাদ্বয়ের সাহায্য না পেলে বিএসএনএলের পক্ষে আলোচ্য অসাধ্য সাধন অসম্ভব হতো।

সুতরাং আর কিছুদিনের মধ্যেই সারা দেশে বিএসএনএল 4G পরিষেবা চালু হলে সেই দৃষ্টান্ত বেসরকারি টেলিকম অপারেটরদের জন্য শিক্ষণীয় হতে পারে। সেক্ষেত্রে 5G বা তার পরবর্তী প্রজন্মের টেলিকম পরিষেবা প্রদানের সময় দেশীয় প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য সংস্থাগুলি টিসিএস এবং সি-ডটের কাছে সাহায্য চাইতে পারবে।

সবথেকে বড় কথা আসন্ন বিএসএনএল 4G পরিষেবা গুণগত মানের নিরিখে উন্নত এবং শক্তিশালী হলে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি টেলকোগুলি প্রযুক্তিগতভাবে ভরসাযোগ্য ভারতীয় সঙ্গী খুঁজে পাবে। এর ফলে বিদেশী ভেন্ডরদের উপরে তাদের নির্ভরতা অনেকটাই কমবে যা ভারতীয় অর্থনীতির পক্ষে অত্যন্ত ফলদায়ী হতে পারে।

বিশেষ করে দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের নেটওয়ার্ক প্রস্তুত হলে তা আমাদের যোগাযোগের সুরক্ষাকে কয়েকগুণ বৃদ্ধি করবে। সুতরাং সবদিক থেকেই আসন্ন বিএসএনএল 4G পরিষেবা জনসাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যদিও BSNL 4G নেটওয়ার্ক কতটা উন্নত ও কার্যকর হয়, তার উপরেই সবকিছু নির্ভর করছে।