Sennheiser CX Sport ব্লুটুথ ওয়্যারলেস ইয়ারফোন লঞ্চ হল, একটানা চলবে ২৭ ঘন্টা

Sennheiser ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের নতুন স্পোর্টস ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোন, Sennheiser CX Sport। প্রিমিয়াম টেকনোলজি বিশিষ্ট এই ইয়ারফোনটি বাজারচলতি স্যামসাং, জ্যাবরা, সনি এবং অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের ইয়ারফোনকে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত। দ্রুত সংযোগের জন্য এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন এবং কেস ছাড়া এর ব্যাটারি ইয়ারফোনটিকে ৯ ঘন্টা পর্যন্ত সক্রিয় রাখবে। চলুন নতুন Sennheiser CX Sport ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Sennheiser CX Sport ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে সেনহাইজার সিএক্স স্পোর্টস ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ১০,৯৯০ টাকা। এটি কেবলমাত্র ব্ল্যাক কালারে উপলব্ধ। আগ্রহী ক্রেতারা ইয়ারফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও জনপ্রিয় ইলেকট্রনিক রিটেইল আউটলেটগুলি থেকে কিনতে পারবেন।

Sennheiser CX Sport ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত সেনহাইজার সিএক্স স্পোর্টস ইয়ারফোনটি ইন ইয়ার ডিজাইনের সাথে এসেছে এবং এতে রয়েছে বর্গাকার টাচ সারফেস। ব্যবহারকারীকে স্বাচ্ছন্দ প্রদান করার জন্য এর সাথে তিনটি ভিন্ন সাইজের ইয়ারটিপ এবং চারটি ইয়ারফিন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এতে ব্যবহৃত হয়েছে ৭এমএম ড্রাইভার এবং সংস্থার ট্রু রেসপন্স ট্রান্সডুসার, যা উন্নত বেসের সাথে হাইএন্ড সাউন্ড এক্সপেরিয়েন্স প্রদান করতে সক্ষম। এমনকি ব্যবহারকারী সেনহাইজার স্মার্ট কন্ট্রোল অ্যাপ ব্যবহার করে ইয়ারফোনটিকে চালনা করতে পারবেন । উল্লেখ্য, এর প্রত্যেকটি ইয়ারবাডে রয়েছে দুটি করে মাইক্রোফোন।

অন্যদিকে নয়া ইয়ারফোনে একটি অ্যাডাপ্টিভ অ্যাকোয়াসটিক ফিচার উপলব্ধ। যার মধ্যে থেকে ব্যবহারকারীরা তাদের লিসেনিং এক্সপেরিয়েন্স কাস্টমাইজ করার জন্য ওপেন কিংবা ক্লোজ এন্ড এডাপ্টার বেছে নিতে পারবেন। সহজ ভাষায় বললে এই ওপেন এন্ড এডাপ্টার চারপাশের আওয়াজ সম্পর্কে ইউজারকে সচেতন করবে । এটি আদতে অ্যাওয়ারনেস অথবা ট্রান্সপারেন্সি মোড, যা অন্যান্য অনেক ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাডে পাওয়া যায়। তাছাড়া নতুন এই অডিও ডিভাইসে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.২, যা এসবিসি, এএসি এবং এপিটিএক্স অডিও কোডেক সাপোর্ট করে ।

এবার আসা যাক ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৪০০এমএএইচ ব্যাটারি। আবার এর প্রত্যেকটি ইয়ারবাডের ব্যাটারি ক্যাপাসিটি ৫০ এমএএইচ। সংস্থার মতে, এটি একবার চার্জিং ৯ ঘন্টা এবং কেস সমেত ২৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দিতে সক্ষম। সর্বোপরি Sennheiser CX Sport ইয়ারফোনটি IP54 রেটিং সহ এসেছে। ফলে ধুলো এবং জলের ছিটে থেকে সুরক্ষিত থাকবে।