ঘুম থেকে ওঠা থেকে শোয়া পর্যন্ত, আপনার সম্পর্কে কী কী জানে Google ও Apple? চেক করুন এভাবে

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের সাথে এমন অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে পড়েছে যে, সকালে ঘুম ভাঙ্গা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা অবধি এই খুদে যন্ত্রটি আমরা কাজে-অকাজে ব্যবহার করেই চলি। সেক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদার সাথে পাল্লা দিয়ে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন হ্যান্ডসেট বাজারে আনলেও, তাদের মূল ভিত্তি কিন্তু দুই ধরনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ হয় Google নির্মিত Android স্মার্টফোন অথবা Apple-এর iOS চালিত iPhone ব্যবহার করে থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আমরা সারাক্ষণ ফোন ব্যবহার করি, তার জন্য কি এই কোম্পানি আমাদের কি কোনোভাবে ট্র্যাক করে? মানে সোজা কথায় বললে Google বা Apple কি আমাদের তথ্য, ফোনে করা যাবতীয় অ্যাকশন সম্পর্কে অবগত? সেক্ষেত্রে বলি, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলির মত Google ও Apple, উভয়েই আমাদের প্রচুর ডেটা সংগ্রহ করে। কারণ এই দুই সংস্থার ডিভাইস ব্যবহার করতে আমাদের একটি নির্দিষ্ট প্রোফাইল তৈরি করতে হয়। এমত পরিস্থিতিতে আপনি যদি জানতে চান যে সংস্থাগুলি আপনার কী কী ডেটা সংগ্রহ করে, তাহলে আমাদের আজকের প্রতিবেদন আপনার বিশেষ ভাবে কাজে আসবে। কারণ আজ আমরা Google বা Apple-এর সংগ্রহ করা ডেটা চেক করার পদ্ধতি আপনাদের জানাব, যার মাধ্যমে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে সংস্থাদুটি ইউজারদের সম্পর্কে ঠিক কী কী জানে।

Apple তার iPhone ইউজারদের কোন কোন তথ্য জানে? 

টেক জায়ান্ট অ্যাপল সবসময় তার ইউজারদের গোপনীয়তাকে গুরুত্ব দেয়; কিন্তু একইসাথে এই কোম্পানি তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতাদের sathe ইউজারডেটার সর্বনিম্ন এক্সপোজার শেয়ার করে। এমনকি হালফিলে ট্র্যাকিং ট্রান্সপারেন্সি ফিচার চালু করার পরেও অ্যাপল নিজে ইউজারের অনেক ডেটা (যেমন আইডি, ফটো, ইমেইলে সংরক্ষিত ডেটা এবং অ্যাপ স্টোর পারচেস্ ডেটা) সংগ্রহ/অ্যাক্সেস করে। এক্ষেত্রে আইফোন ইউজাররা নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে জানতে পারবেন যে সংস্থা তাদের কী কী ডেটা সংগ্রহ করে এবং চাইলে সেই ব্যক্তিগত তথ্যের একটি কপি ডাউনলোডও করতে পারবেন।

এক্ষেত্রে প্রথমে যেতে হবে privacy.apple.com ওয়েবসাইটে, যারপর নিজের অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে। এখানে নির্দিষ্ট অপশন ব্যবহার করে ডেটার একটি কপি দেখার জন্য সংস্থার কাছে অনুরোধ করতে হবে। পরবর্তী ধাপে আগ্রহীরা যে ক্যাটেগরির ডেটা দেখতে চান, তার জন্য প্রদত্ত নির্দিষ্ট অপশনগুলি বেছে নিতে হবে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে ইমেইলের মাধ্যমে ডেটা পাওয়া যাবে। তবে মনে রাখবেন, এক্ষেত্রে ইউজার ডেটা পেতে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

আপনার সম্পর্কে Google-এর কাছে কী তথ্য রয়েছে?

গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটি বিপুল সংখ্যক মানুষ ব্যবহার করেন; ব্যাপকভাবে ব্যবহৃত হয় গুগলের সমস্ত পরিষেবাও (Gmail থেকে শুরু করে Play Store, Photos, Maps ইত্যাদি)। তাই সংস্থাটির কাছে তার ইউজারদের প্রচুর ডেটা থাকাই স্বাভাবিক। তবে আপনি যদি চান তাহলে খুব সহজেই গুগলের কাছে আপনার কী ডেটা আছে তা পরীক্ষা করতে পারবেন এবং প্রয়োজনে সেগুলি ডিলিট করতেও পারবেন।

এই কাজের জন্য, আপনাকে সর্বপ্রথম myactivity.google.com/activitycontrols ওয়েবসাইটে যেতে হবে এবং গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করতে হবে। এতে, আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন যার মধ্যে আপনার সম্পূর্ণ সার্চ হিস্ট্রি, লোকেশন ট্র্যাকিং, ইউটিউব (YouTube) হিস্ট্রি এবং পার্সোনালাইজড অ্যাডভারটাইজমেন্টের বিবরণ থাকবে। এগুলি চেক করার জন্য আপনাকে ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি (Manage all Web and App Activity) অপশনে ক্লিক করতে হবে। আর এখান থেকে আপনি আপনার ইউটিউব ডেটা, লোকেশন হিস্ট্রির মত তথ্য মুছে ফেলতে পারবেন।