পিছনে ট্রিপল ক্যামেরা, আর সামনে 32MP, Samsung-এর দুই দুর্দান্ত 5G ফোন আসছে শীঘ্রই

স্যামসাং (Samsung) তাদের A-সিরিজে অন্তর্ভুক্ত মিড-রেঞ্জ স্মার্টফোনগুলিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে অন্যতম হল Samsung Galaxy A35 এবং Samsung Galaxy A55। এই দুই হ্যান্ডসেটকে সম্প্রতি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন, উভয় স্মার্টফোনই ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN)-এ জায়গা করে নিয়েছে। এছাড়া, Samsung Galaxy A35 5G দক্ষিণ কোরিয়ার এনআরআরএ (NRRA) সার্টিফিকেশনে সাইটেও উপস্থিত হয়েছে।

ইন্দোনেশিয়ার টিকেডিএন-এ স্যামসাং গ্যালাক্সি এ৩৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৫ এবং দক্ষিণ কোরিয়ার এনআরআরএ শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এ৩৫ তালিকাভুক্ত হয়েছে, যা উক্ত দেশগুলিতে হ্যান্ডসেট দুটির লঞ্চ নিশ্চিত করেছে। যদিও এই লিস্টিং থেকে ডিভাইসগুলির স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কিত কোনও তথ্য সামনে আসেনি। তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, স্যামসাং গ্যালাক্সি এ৩৫ এবং স্যামসাং গ্যালাক্সি এ৫৫ মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে।

Samsung Galaxy A35 5G এবং Galaxy A55 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি-এর চার্জার ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফোনটি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং ডেটাবেসের সিঙ্গেল-কোর টেস্টে ৬৯৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ২,৩৩২ পয়েন্ট লাভ করেছে। এটি এক্সিনস ১৩৮০ প্রসেসর দ্বারা চালিত হবে এবং ৬ জিবি র‍্যাম অফার করবে। গ্যালাক্সি এ৩৫ ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।

সামনে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করতে পারে। পূর্বসূরি ধারা বজায় রেখে চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের শেষের দিকে স্যামসাং গ্যালাক্সি এ৩৫ ৫জি লঞ্চ হতে পারে।

অন্যদিকে, টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) অনুযায়ী Samsung Galaxy A55 5G-তে ২৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং থাকবে। এছাড়াও, এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। ফোনটিতে AMD জিপিইউ এবং Exynos 1480 প্রসেসর ব্যবহৃত হতে পারে। আর ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সামনে সম্ভবত একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে৷ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।