Apple এর নয়া চমক, Magsafe ছাড়াই এবার iPhone 15 সিরিজে ওয়্যারলেস ফাস্ট চার্জিং

অ্যাপল (Apple) চলতি বছরের সেপ্টেম্বর মাসে লেটেস্ট প্রযুক্তি এবং ডিজাইন আপগ্রেড সহ পরবর্তী প্রজন্মের iPhone 15 সিরিজটি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলগুলি বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি আছে, কিন্তু হ্যান্ডসেটগুলি সম্পর্কে প্রায় প্রতিদিনই একাধিক তথ্য প্রকাশিত হচ্ছে। এরকমই একটি নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আসন্ন iPhone 15 লাইনআপ অ্যাপলের ম্যাগসেফ (MagSafe) প্রযুক্তির ওপর ভিত্তি করে নতুন Qi2 ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডকে সাপোর্ট করবে। ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম (WPC) কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৩ (CES 2023)-এর সময় পরবর্তী প্রজন্মের গ্লোবাল ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড হিসেবে Qi2 প্রকাশ্যে এনেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iPhone 15 মডেলগুলি MagSafe চার্জার ছাড়া দ্রুত ১৫ ওয়াট Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে

বর্তমান প্রজন্মের আইফোন মডেল অর্থাৎ আইফোন ১৪ সিরিজটি ৭.৫ ওয়াট এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ম্যাগসেফ-সার্টিফায়েড চার্জারগুলির সাথে, অ্যাপল ১৫ ওয়াট পর্যন্ত ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং নন-ম্যাগসেফ ওয়্যারলেস চার্জার ৭.৫ ওয়াট পর্যন্ত অফার করে। চার্জারল্যাব-এর রিপোর্ট অনুযায়ী, আসন্ন আইফোন ১৫ অ্যাপলের ম্যাগসেফ প্রযুক্তির ওপর ভিত্তি করে নতুন কিউআই২ চার্জিং স্ট্যান্ডার্ডের সাথে সর্বাধিক ১৫ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ, ব্যবহারকারীদের নতুন আইফোন মডেলে আর ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং গতি অর্জন করতে ম্যাগসেফ চার্জার ব্যবহার করতে হবে না।

অ্যাপলের ম্যাগসেফ মডিউলের পাইকারি মূল্য প্রায় ১৬ ডলার (আনুমানিক ১,৩০০ টাকা) এবং স্বাভাবিকভাবেই এর খুচরো মূল্য আরও বেশি। নতুন কিউআই২ ওয়্যারলেস চার্জিং মডিউলটির দাম ম্যাগসেফ মডিউলের এক-তৃতীয়াংশেরও কম এবং এর জন্য নির্মাতাদের অ্যাপলের ‘MFi’ (মেড ফর আইফোন) প্রোগ্রামের অধীনে সার্টিফাই হওয়ারও প্রয়োজন নেই। তাই এটি বাজারে সস্তা এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং অ্যাক্সেসরি নিয়ে আসবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সমস্ত আইফোন মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বলে শোনা যাচ্ছে। তবে, অ্যাপল এখনও এই চার্জিং স্ট্যান্ডার্ডের গতি নিশ্চিত করেনি। iPhone 15 সিরিজ অন্যান্য বছরের মতোই এবছরও সেপ্টেম্বরে লঞ্চ হবে বলে আশা করা যায়। ইতিমধ্যেই জানা গেছে যে, অ্যাপল এই মডেলগুলি থেকে তাদের চিরাচরিত লাইটনিং পোর্টকে বাদ দেবে এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর স্ট্যান্ডার্ডাইজেশনের নতুন আইন মেনে এই বছরের আইফোন লাইনআপে ইউএসবি টাইপ-সি পোর্ট যোগ করবে।

আসন্ন সিরিজের সবকটি মডেলেই এবার ডাইনামিক আইল্যান্ড ফিচারটি দেখা যাবে। iPhone 15 এবং iPhone 15 Plus কোম্পানির ইন-হাউস এ১৬ বায়োনিক চিপসেট দ্বারা চালিত হবে, আর Pro মডেলগুলি উচ্চতর এ১৭ বায়োনিক প্রসেসরের সাথে আসবে বলে জানা গেছে।