Volvo XC40 Faclift ভার্সনের লঞ্চের তারিখ প্রকাশ, থাকবে হাইব্রিড ইঞ্জিন

Avatar

Updated on:

Volvo XC40 Faclift Launch Date September 21 in India

Volvo XC40 এসইউভির ইলেকট্রিক ভার্সন ভারতে লঞ্চ হয়েছে মাস দুয়েক আগে। এবার গাড়িটির অরিজিনাল পেট্রল মডেলটি দেশীয় বাজারে আসতে চলেছে নতুন অবতারে। ভলভো তাদের XC40 এর ফেসলিফ্ট সংস্করণ আগামী ২১ সেপ্টেম্বর দেশীয় বাজারে লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। আপকামিং মিড-লাইফসার্কেল আপডেটে মাইল্ড-হাইব্রিড প্রযুক্তির সংযোজন দেখা যেতে পারে।

এছাড়া, Volvo XC40 Facelift এক্সটেরিয়র আপডেট, আরও পেইন্ট অপশন, এবং অতিরিক্ত ইকুইপমেন্ট পাবে বলে মনে করা হচ্ছে। বড় পরিবর্তন থাকবে গাড়িটির অভ্যন্তরে‌। আর সেটা হল ২.০ লিটার টার্বো পেট্রল মাইল্ড-হাইব্রিড টেকনোলজির ইঞ্জিন। যা ১৯৭ হর্সপাওয়ার উৎপন্ন করবে। টর্ক হতে পারে ৩০০ নিউটন মিটারের বেশি।

এর ফলে লঞ্চ হওয়ার পর S60 মডেল বাদে ভারতে ভলভোর সমস্ত গাড়িতে মাইল্ড হাইব্রিড প্রযুক্তি যুক্ত হতে চলেছে। ফেসলিফ্টে XC40-এ শার্প হেডল্যাম্প, রেট্রোফিটেড ফ্রন্ট বাম্পার, এবং নতুন পেইন্ট অপশন থাকবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নয়া মডেলটি কেমন দেখতে হবে তা XC40 Recharge দেখেই অনুমান করা গিয়েছে‌। কয়েকটি জায়গা বাদে ফেসলিফ্টে ইলেকট্রিক ভার্সনের ডিজাইন আপগ্রেডগুলি লক্ষ্য করা যাবে।

Volvo XC40 Facelift এর সঙ্গে অন্যান্য প্রিমিয়াম এন্ট্রি লেভেল এসইউভি যেমন Mercedis Benz GLA এবং নতুন লঞ্চ হওয়া Audi Q3 এর প্রতিযোগিতা চলবে। আবার ভারতীয় বাজারে বিক্রিত BMW X1 মডেলটিও এর প্রতিপক্ষ।

সঙ্গে থাকুন ➥