2023 Suzuki GSX-S1000: সুজুকির ফ্ল্যাগশিপ বাইক উন্মোচিত হল নতুন কালার অপশনে

সুজুকির নেকেড ফ্ল্যাগশিপ মোটরসাইকেল Suzuki GSX-S1000 লঞ্চ হল নতুন রূপে। জাপানের প্রখ্যাত বাইক নির্মাতাটি সম্প্রতি তাদের বিভিন্ন মডেল নয়া কালার অপশনের সাথে নিয়ে এসেছে। GSX-S1000 এর ক্ষেত্রেও দেখা গেল একই আপডেট। অত্যন্ত শক্তিশালী এই নেকেড প্রিমিয়াম বাইক এখন থেকে নতুন গ্লাস স্পার্কেল ব্ল্যাক পেইন্ট স্কিমে উপলব্ধ হবে।

এছাড়াও, আগের মতো পুরনো মোটোজিপি থেকে অনুপ্রাণিত মেটালিক ট্রিটন ব্লু রঙের বিকল্পে মিলবে বাইকটি। ডিজাইন অবশ্য অপরিবর্তিত। ভার্টিক্যালি স্ট্যাকড এলএইডি হেডলাইট, শরীরের রঙের সাথে মিল রেখে হেডল্যাম্প মাস্ক, মাসকিউলার ফুয়েল ট্যাঙ্ক, রেডিয়েটর শ্রাউডের সাথে যুক্ত উইংলেটস, স্প্লিট স্টাইলের সিট, শার্প এগজস্ট ক্যানিস্টার Suzuki GSX-S1000 এর ডিজাইন হাইলাইট।

মোটরসাইকেলটি অ্যালুমিনিয়াম টুইন স্পার ফ্রেমে নির্মিত। প্রিমিয়াম হার্ডওয়্যারগুলির মধ্যে রয়েছে সম্পূর্ণরূপে অ্যাডজাস্টেবল ইনভার্টেড কেওয়াইবি ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক, ব্রেম্বো ব্র্যান্ডের ক্যালিপার্স-সহ সামনে টুইন ডিস্ক ব্রেক, এবং পিছনের চাকায় নিসিন কোম্পানির তৈরি সিঙ্গেল ক্যালিপারের সাথে একটাই ডিস্ক ব্রেক। আবার হ্যান্ডেলবার কাস্ট অ্যালুমিনিয়ামের তৈরি।

Suzuki GSX-S1000 এর শক্তি তার ৯৯৯ সিসি ইনলাইন ফোর সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে লুকিয়ে। বাইকটিতে বিশেষ ইলেকট্রনিক্স ফিচার্স হিসাবে রাইড বাই ওয়্যার থ্রটল, সুজুকি ক্ল্যাচ অ্যাসিস্ট সিস্টেম, এবিএস, এবং তিনটি রাইড মোড, ফাইভ লেভেল ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, বি-ডিরেকশনাল কুইকশিফ্টার, এবং কর্নারিং এবিএস উপস্থিত। নয়া কালার অপশনে Suzuki GSX-S1000 এর দাম বা ভারতে লঞ্চ হবে কবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।