বিশ্বের প্রথম Snapdragon 7+ Gen 3 ফোন লঞ্চ করছে Realme, ফিচার্স হবে ধামাকাদার

রিয়েলমি বতর্মানে চীনের বাজারে তাদের পরবর্তী প্রজন্মের GT Neo সিরিজের স্মার্টফোন হিসেবে Realme GT Neo6 এবং GT Neo6 SE লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে এই হ্যান্ডসেট দুটি যথাক্রমে Snapdragon 8s Gen 3 এবং Snapdragon 7+ Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হয়েছিল। তবে এখন রিয়েলমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, Realme GT Neo6 SE প্রকৃতপক্ষে প্রথম ফোন হবে, যাতে Qualcomm-এর নতুন Snapdragon 7+ Gen 3 চিপটি ব্যবহার করা হবে।

ঘোষিত হল Realme GT Neo6 SE-এর প্রসেসরের নাম

প্রথমেই জানাই, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ (SM7675) প্রসেসরটি একটি ২.৯ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এক্স৪ কোর, চারটি ২.৬ গিগাহার্টজের কর্টেক্স-এ৭২০ কোর এবং তিনটি ১.৯ গিগাহার্টজ গতির কর্টেক্স-এ৫২০ কোর দ্বারা গঠিত। গ্রাফিক্সের জন্য, এতে অ্যাড্রেনো ৭৩২ জিপিইউ যুক্ত রয়েছে। এই মিড-রেঞ্জ চিপটিকে বিশিষ্ট টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি “মেজর আপগ্রেড” হিসাবে উল্লেখ করেছেন। কেননা, এতে ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের অনুরূপ আর্কিটেকচার রয়েছে৷

এই সম্ভাব্য পাওয়ার এফিশিয়েন্ট এবং যথেষ্ট সক্ষম কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ চিপ ছাড়াও, আসন্ন রিয়েলমি জিটি নিও৬ এসই-তে আরও কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে। টিপস্টার ডিসিএস বলছেন যে, এই ফোনটি ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে অফার করবে, যা লো-টেম্পারেচার পলিক্রিস্টালাইন অক্সাইড (LTPO) প্রযুক্তি সাপোর্ট করে। তিনি উল্লেখ্য করেছেন যে, এই ফোনটির রেঞ্জে খুব বেশি ডিভাইস এলটিপিও প্যানেল অফার করে না। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি জিটি নিও৬ এসই-তে ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

জানিয়ে রাখি, গত বছর এপ্রিলের শুরুতে লঞ্চ হওয়া Realme GT Neo6 SE-এর পূর্বসূরি GT Neo5 SE-তে ১,২৪০ x ২,৭৭২ রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। ফোনটিকে Snapdragon 7+ Gen 2 চিপ অর্থাৎ, 7+ Gen 3-এর পূর্বসূরির সাথেই লঞ্চ করা হয়েছিল। এটি একই ৫,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট চার্জিং স্পিড অফার করে। ফোনটি চীনের বাজারে প্রায় ২,০০০ ইউয়ান (প্রায় ২৩,৬০০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছিল।