ফুল চার্জে চলবে ১৯ ঘণ্টা? লঞ্চ হল Microsoft Surface Laptop 4

সারফেস প্রো ৭ প্লাস ল্যাপটপ লঞ্চ করার কিছু সময় পর আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংস্থা Microsoft, Surface Laptop 4 -এর থেকেও পর্দা সরালো। ১১তম প্রজন্মের ইন্টেল কোর বা এএমডি রাইজান ৪০০০ সিরিজ প্রসেসর সহ আসা এই সারফেস ল্যাপটপ ৪, ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি -এই দুই প্রকার স্ক্রিন সাইজে পাওয়া যাবে। স্টাইলিশ লুক, স্মার্ট পারফরম্যান্স এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সরবরাহকারী Microsoft Surface Laptop 4 ল্যাপটপটির দাম শুরু হচ্ছে প্রায় ৭৫,২৭০ টাকা থেকে।

প্রযুক্তি সংস্থাটি একটি বিবৃতিতে জানিয়েছে, ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চির সারফেস ল্যাপটপ ৪ মডেল দুটি‌ এখন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানে প্রি- অর্ডারের জন্য উপলব্ধ। তবে অন্যান্য দেশেও ল্যাপটপটির শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, গ্রাহকেরা যদি এই মডেল দুটি ১৫ই এপ্রিলের আগে অর্ডার করেন, তবে তাদের জন্য থাকবে কিছু আকর্ষণীয় অফারও।

Microsoft Surface Laptop 4 ১৩.৫ ইঞ্চি ও ১৫ ইঞ্চির মডেলের দাম

১৩.৫ ইঞ্চির মডেলটি আইস ব্লু সহ প্ল্যাটিনাম আলকান্টারা ফিনিশিং এবং ম্যাট ব্ল্যাক ফিনিশিং সহ স্যান্ডস্টোন রঙে উপলব্ধ। এটির এএমডি মডেলের দাম ধার্য করা হয়েছে ৯৯৯.৯৯ ডলার, যা প্রায় ৭৫,২৭০ টাকা। অন্যদিকে, ইন্টেল সংস্করণটির মূল্য ১,২৯৯.৯৯ ডলার বা প্রায় ৯৭,৮৫৫ টাকা থেকে শুরু হচ্ছে।

অন্যদিকে ১৫ ইঞ্চির সারফেস ল্যাপটপ ৪ -এর প্ল্যাটিনাম এবং ম্যাট ব্ল্যাক মেটাল ফিনিশিং -এর সাথে আসা এএমডি সংস্করণটির দাম শুরু হয়েছে ১,২৯৯.৯৯ ডলার (প্রায় ৯৭,৮৫৫ টাকা) থেকে। যেখানে ইন্টেলের মডেলের জন্য দাম ধার্য করা হয়েছে ১,৭৯৯.৯৯ ডলার (প্রায় ১,৩৫,৫২০ টাকা)। যদিও ভারতীয় বাজারে সারফেস ল্যাপটপ ৪ -এর এই দুটি মডেল কবে আসবে তা নির্দিষ্ট করে বলেনি প্রযুক্তি সংস্থাটি।

Microsoft Surface Laptop 4 ১৩.৫ ইঞ্চি ও ১৫ ইঞ্চির মডেলের স্পেসিফিকেশন

মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪ -এর ১৩.৫ ইঞ্চি এবং ১৫ ইঞ্চির স্ক্রিনের ডিভাইস দুটিই, পিক্সেলসেন্স টাচ স্ক্রিন ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লের রেজোলিউশন ২২৫৬ x ১৫০৪ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ৩:২। জানা গেছে, সারফেস ল্যাপটপ ৪ -এর ইন্টেল মডেলগুলি ১১তম প্রজন্মের ইন্টেল কোর i5 ও i7 চিপসেট দ্বারা চালিত হবে। অন্য হাতে, এএমডি সংস্করণের মডেল দুটি, AMD Ryzen 5 4680U প্রসেসর ও Radeon গ্রাফিক্স সহযোগে চলবে। আবার এতে পাওয়া যাবে, ৮ জিবি বা ১৬ জিবি LPDDR4X র‌্যাম ও ২৫৬ জিবি বা ৫১২ জিবির এসএসডি স্টোরেজ।

শুধু তাই নয়, কানেক্টিভিটির জন্য এতে থাকছে, ইউএসবি টাইপ সি, ইউএসবি টাইপ এ, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, সারফেস কনেক্ট পোর্ট। রয়েছে কম আলোতে ছবি তোলার জন্য ইন-বিল্ট 720p f/2.0 এইচডি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া এটির 201 পিপিআই হাই-কনস্ট্রাস্ট টাচস্ক্রিন ডিসপ্লে ও ডলবি এটমস অমনিসনিক স্পিকার সহ ডুয়াল ফার-ফিল্ড স্টুডিও মাইকের সাহায্যে ব্যবহারকারীরা পেয়ে যাবেন সিনেমাটিক অভিজ্ঞতা। এছাড়াও, ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের দাবী, তাদের সারফেস ল্যাপটপ ৪ ডিভাইসটি ১৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সরবরাহ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন