সহজ কয়েকটি কাজ করেই উপার্জনের সুযোগ দিচ্ছে গুগলের Task Mate অ্যাপ

অনলাইনে টাকা উপার্জনের বিভিন্ন উপায় আছে। কিন্তু টাকা উপার্জনের ধান্দায় ভুয়ো অ্যাপের দ্বারা ঠকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম নয়। তবে Google-এর মতো নামকরা ব্র্যান্ড যখন উপার্জনের সুযোগ দিচ্ছে তখন প্রতারণার কোন সম্ভাবনাই থাকে না। সম্প্রতি গুগল ভারতে Task Mate নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করতে চলেছে, যার মাধ্যমে ইউজাররা টাকা উপার্জন করতে পারবেন খুব সহজে। এর জন্য অত্যন্ত সহজ কিছু টাস্ক পূরণ করতে হবে। প্রসঙ্গত জানাই, এর আগে থেকেই Google Opinion Rewards নামে একটি অ্যাপ প্লে স্টোরে রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সার্ভেতে মতামত দিয়ে গুগল প্লে ব্যালেন্সে টাকা পাওয়া যায়। তবে টাস্ক মেট অ্যাপে কোনো রিওয়ার্ড নয়, আপনি রিয়েল ক্যাশ জিততে পারেন। চলুন এই অ্যাপের সম্বন্ধে বিস্তারিত জেনে নিই।

Task Mate অ্যাপের ফিচার

9to5Google-এর রেডিট পোস্ট থেকে জানা গেছে, টাস্ক মেট অ্যাপের টাস্কগুলি বেশ সহজ। মূলত এখানে দুই ধরনের টাস্ক থাকবে- “Sitting or Field” টাস্ক। সিটিং টাস্কগুলি বাড়িতে বসেই করা যাবে। এর মধ্যে রয়েছে ট্রান্সক্রাইবিং অর্থাৎ অডিও শুনে তাকে লিখিত রূপ দেওয়া, লিখিত বাক্যের মৌখিক রেকর্ড করা এবং ইংরাজি থেকে নিজের স্থানীয় ভাষায় অনুবাদ করা। অন্যদিকে, ফিল্ড টাস্কের মধ্যে থাকবে ম্যাপিং পরিষেবার উন্নতির জন্য কোন জায়গার ছবি তোলা। গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের বাণিজ্যিক সংস্থা থেকে এই টাস্কগুলি সংগ্রহ করা হবে।

অ্যাপের স্ক্রিনশট থেকে জানা গেছে, ইউজাররা স্বীকৃত টাস্কগুলির থেকে প্রাপ্ত অ্যামাউন্ট অ্যাপের মধ্যে দেখতে পাবেন। সেই সঙ্গে যে টাস্কগুলির এখনো রিভিউ হয়নি, সেগুলির অ্যামাউন্টও দেখা যাবে। তাছাড়া ইউজার মোট কতগুলি টাস্ক সম্পূর্ণ করেছেন, কতগুলি টাস্ক সঠিকভাবে সম্পূর্ণ করেন নি, নিজের লেভেল এবং সাফল্যের পরিমাণও দেখতে পাবেন। প্লে স্টোরের বর্ণনা অনুযায়ী, টাস্কগুলি যে কোন সময় যে কোন জায়গা থেকে সম্পূর্ণ করা যেতে পারে।

এবার আসি উইথড্রয়ালের কথায়। ইউজাররা তাদের উপার্জন তাদের স্থানীয় মুদ্রাতেই ট্রান্সফার করতে পারবে। উল্লেখ্য, টাকা তোলার জন্য কোন ই-ওয়ালেট বা অ্যাকাউন্ট দিয়ে রেজিস্টার করতে হবে। রেজিস্টার হয়ে গেলে ‘ক্যাশ আউট’ বোতাম টিপে টাকা ট্রান্সফার করা যাবে।

তবে প্রসঙ্গত জানাই, Google Task Mate অ্যাপটি এখনো বিটা ভার্সনে রয়েছে। ফলে প্লে স্টোরে অ্যাপটি দেখা যাচ্ছে এবং ইনস্টলও করা যাচ্ছে। ভারতীয় ইউজারদের ক্ষেত্রে ভাষা হিসাবে ইংরাজি ও হিন্দির মধ্যে যে কোন একটি বেছে নেওয়া যাবে। কিন্তু এরপর অ্যাপে একটি ইনভিটেশন কোড দিতে হচ্ছে। ফলে আপনার যদি এই কোড না থাকে তাহলে আপাতত আপনি অ্যাপে প্রবেশ করতে পারবেন না। সুতরাং এখনো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে অ্যাপটির স্টেবল ভার্সনের জন্য। উল্লেখ্য, ভারত ছাড়া অন্যান্য দেশেও অ্যাপটি উপলব্ধ হতে পারে। তবে কোন কোন দেশে এটি উপলব্ধ হবে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।